এই সমস্যা নিয়ে বারবার প্রশাসনের দ্বারস্থ হলেও কিন্তু কোনও সুরাহা হয়নি। বছরের অন্যান্য সময় সমস্যা কিছুটা কম হলেও বর্ষাকালে পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কোমর সমান বৃষ্টির জল জমে যায় রাস্তায়। সেই জল উপেক্ষা করেই হাঁটাচলা করেন বাসিন্দারা। গ্রামবাসীরা জানান, গ্রামে ঢোকার রাস্তার প্রথমদিকটা বেশ ভাল আছে। কিন্তু ৩০০ মিটার রাস্তা নিয়েই যত সমস্যা। বাসিন্দাদের আরও অভিযোগ, কালভার্ট তৈরির পর অ্যাপ্রোচ রোড তৈরি হয়নি। তার আগেই বেশ কিছু জায়গা নষ্ট হয়ে গিয়েছে। ঠিকেদারের বিরুদ্ধে নিন্মমানের সামগ্রী দিয়ে কাজের অভিযোগ তুলেছেন তাঁরা।
advertisement
আরও পড়ুন: হরিণ শিকারের ছক কষেছিল, শেষ মুহূর্তে সব ভেস্তে দিল বন দফতর
জানা গিয়েছে, কিছুটা রাস্তা কংক্রিটের তৈরি করা হয়েছিল। যদিও সেটাও ভেঙে পড়েছে। গ্রামবাসীরা জানিয়েছেন, স্থানীয় পঞ্চায়েত প্রধান থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, কাউকে জানিয়েই কোনও লাভ হয়নি। গ্রামবাসীদের এই ভোগান্তির প্রভাব ও আগামী পঞ্চায়েত নির্বাচনে পড়তে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
হরষিত সিংহ