Siliguri News: হরিণ শিকারের ছক কষেছিল, শেষ মুহূর্তে সব ভেস্তে দিল বন দফতর

Last Updated:

হরিণ শিকার ক্রমশই বাড়ছে। এরই মধ্যে বড় সাফল্য পেল বন দফতর। ধরা পড়ল দুই চোরা শিকারি

+
ধৃত

ধৃত ২

#শিলিগুড়ি : বেপরোয়া হয়ে উঠেছে হরিণ শিকারি চক্রের সদস্যরা। একের পর এক বন্যপ্রাণীকে হত্যা করছে। বনদস্যু দমন হলেও জঙ্গলের চোরা শিকারিচক্রকে এখনও পুরোপুরি দমন করা যায়নি। বৈকুণ্ঠপুরের জঙ্গলে হরিণ শিকার হঠাৎ করেই উদ্বেগজনক হারে বেড়ে গিয়েছে। শিকারিদের ধরতে বৈকুণ্ঠপুরে বন বিভাগ নিয়মিত টহলদারি চালালেও কোন‌ও এক অদৃশ্য কারণে হরিণ শিকার কমছে না। এই প্রসঙ্গে স্থানীয়দের‌ দাবি, বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের চোখ ফাঁকি দিয়ে চোরা শিকারিরা লুকিয়ে বনে ঢুকে বন্যপ্রাণীদের জন ফাঁদ পাচ্ছে। এভাবেই তারা হরিণ শিকার করছে। তবে বুধবার অভিযান চালিয়ে সাফল্য পেয়েছে বন দফতর। হাতেনাতে ধরেছে দুই হরিণ শিকারিকে।
এদিন বন দফতর গোপন সূত্রে খবর পেয়ে আগ্নেয়াস্ত্র সহ এক চোরা শিকারিকে গ্রেফতার করে বৈকুন্ঠপুরের জঙ্গল থেকে। এদিকে মঙ্গলবার গভীর রাতে শিলিগুড়ির নেপালি বস্তি এলাকায় অভিযান চালিয়ে আরও এক চোরা শিকারিকে গ্রেফতার করে বন দফতরের ডাবগ্রাম রেঞ্জের কর্মীরা। ধৃতের হেফাজত থেকে উদ্ধার হয়েছে বন্দুক ও হরিণের সিং।
advertisement
advertisement
বন দফতর জানিয়েছে ধৃতদের নাম প্রভানন্দ রায় (২৬) ও কৃষ্ণ দাস (৩২)। ধৃতদের বয়স থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে কম বয়সীরাও চোরা শিকারের দিকে ঝুঁকছে।
জানা গিয়েছে, বিন্নাগুরি গ্রাম পঞ্চায়েত এলাকার ফারাবাড়িতে ধৃতদের বাড়ি। এর আগেও ওই দু'জনকে গ্রেফতার করেছিল বন দফতর। বুধবার তারা আবার শিকারের ছক কষেছিল। সেই খবর পেয়েই পরিকল্পনা অনুযায়ী মধ্যরাতে তাদের বাড়িতে হানা দেয় বন দফতর। এবং সেখান থেকে হরিণ শিকারের জন্য যে বন্দুক তারা ব্যবহার করছিল সেটি উদ্ধার করে, সঙ্গে পায় হরিণের সিং-এর টুকরো।
advertisement
অনির্বাণ রায়
view comments
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: হরিণ শিকারের ছক কষেছিল, শেষ মুহূর্তে সব ভেস্তে দিল বন দফতর
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement