Alipurduar News: বুনো হাতির হানায় গুরুতর আহত যুবক, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে

Last Updated:

আলিপুরদুয়ারের রাভা বস্তিতে বুনো হাতির তাণ্ডব ক্রমশই বাড়ছে। বুধবার সকালে হাতির হানায় গুরুতর আহত হয় এক যুবক। আশঙ্কাজনক অবস্থায় সে হাসপাতালে ভর্তি‌। অভিযোগ, বন দফতর সব জেনেও চুপ করে বসে আছে

বুনো হাতির হানা
বুনো হাতির হানা
#আলিপুরদুয়ার: বুনো হাতির হানা অব্যাহত ডুয়ার্সে।ফের বুনো হাতির হামলায় আহত হলেন কালচিনির নিমাতি এলাকার এক যুবক।
ঘটনাটি ঘটেছে কালচিনি ব্লকের নিমাতি রাভাবস্তি এলাকায়। বুধবার সকালের এই ঘটনায় মারাত্মক জখম হয়েছেন ধীরেন রাভা নামে এক ব্যক্তি। তাঁর বয়স ৩৮ বছর। স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার সকালে এলাকার বাসিন্দা ধীরেন রাভা প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন। সেই সময় আচমকাই একটি বুনো হাতি তাঁকে আক্রমণ করে। ওই ঘটনায় ধীরেন রাভা মারাত্মকভাবে জখম হন। এলাকার মানুষ সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে লতাবাড়ি গ্ৰামীণ হাসপাতালে নিয়ে যায়। পরিস্থিতি গুরুতর বুঝে গ্রামীণ হাসপাতালের চিকিৎসক ওই ব্যক্তিকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে রেফার করেন। ধীরেন রাভা নামে ওই ব্যক্তির শারীরিক পরিস্থিতির ফের অবনতি হওয়ায় তাঁকে কোচবিহার সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়েছে। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
advertisement
advertisement
এলাকার বাসিন্দারা জানান, নিমাতি রাভা বস্তি এলাকায় বুনো হাতির হানা নিত‍্য ঘটনায় পরিণত হয়েছে। প্রতিনিয়ত গ্ৰামে ঢুকে হামলা করছে বুনো হাতি। এই ঘটনা ঘটতে থাকলে গ্রামবাসীদের বাড়ি থেকে বেরনো বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা করছেন অনেকে। অভিযোগে, বন দফতরকে বিষয়টি জানানো হলেও তারা কোনও ব্যবস্থা নেয়নি। এদিকের হাতিখানা ক্রমশই বাড়ছে। ফলে প্রাণ হাতে করে বাঁচতে হচ্ছে রাভা বস্তির সদস্যদের।
advertisement
অনন্যা দে
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: বুনো হাতির হানায় গুরুতর আহত যুবক, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে
Next Article
advertisement
West Bengal Weather Forecast: ঝড়বৃষ্টি চলবে উত্তরবঙ্গে ! তবে দুর্যোগ কিছুটা কমবে, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
ঝড়বৃষ্টি চলবে উত্তরবঙ্গে ! তবে দুর্যোগ কিছুটা কমবে, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
  • ঝড়বৃষ্টি চলবে উত্তরবঙ্গে ! তবে দুর্যোগ কিছুটা কমবে

  • দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement