TRENDING:

Malda News: গ্রামে হঠাৎ পুলিশের হানা, ঘিরে ফেলল বাড়ি! কারণ শুনে অবাক গ্রামবাসীরা

Last Updated:

শান্ত স্বভাবের দিনমজুরের বাড়ি ভর্তি হয়ে আছে তাজা বোমায়! গোপন সূত্রে খবর পেয়েই হানা দিল পুলিশ, ঘিরে ফেলল গোটা বাড়ি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: হঠাৎ গ্রামে পুলিশ বাহিনী। কেউ কিছু বোঝার আগেই গ্রামের একটা বাড়ি ঘিরে ফেলল। চারিদিক থেকে বাড়িটাকে ঘিরে শুরু হল তল্লাশি। এর কিছুক্ষণ পর পুলিশ ওই বাড়ির মালিককে আটক করে। তারপরেও বেশ কিছুক্ষণ পুলিশ ঘিরে রাখে বাড়িটি। কিন্তু কারণ কী?
advertisement

কারণ কী সেটা জানার আগে জেনে নেওয়া যাক কোথায় এমন ঘটনা ঘটেছে। মালদহের মানিকচক থানার ধরমপুর পঞ্চায়েতের জেসরোতটোলা গ্রামে সোমবার সকালে হঠাৎই হানা দেয় পুলিশ। তাদের লক্ষ্য ছিল পেশায় দিনমজুর আব্দুল কালামের বাড়ি। গোপন সূত্রে পুলিশ খবর পেয়েছিল, ওই বাড়িটিতে বিপুল পরিমাণে বোমা মজুত করে রাখা আছে।

আরও পড়ুন: আবাসিক স্কুল থেকে উদ্ধার দশম শ্রেণির ছাত্রীর দেহ! প্রিন্সিপালের বিরুদ্ধে অভিযোগ পরিবারের

advertisement

পুলিশের থেকে প্রথমে গোটা বিষয়টি জেনে বিশ্বাস করতে চাননি গ্রামবাসীরা। কারণ তাঁদের দাবি, আব্দুল কালাম অত্যন্ত শান্ত একজন মানুষ। তাঁর বাড়িতে কোনোভাবেই বোমা থাকতে পারে না। যদিও বিষয়টি শুধু পুলিশেই থামেনি। এরপর তারা খবর দেয় বোম্ব স্কোয়াডকে। এই ঘটনায় গ্রামে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিকে পুলিশ বাড়ির মালিক আব্দুল কালামকে আটক করেছে।

advertisement

ঘটনা হল, পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে ততই রাজ্যে বোমা-বন্দুক উদ্ধারের ঘটনা বাড়ছে। সেই সঙ্গে হানাহানি, খুনোখুনিও ক্রমশই বাড়ছে। এদিনই দক্ষিণ ২৪ পরগনা থেকে দুটি পৃথক ঘটনায় তিন দুষ্কৃতিকে বন্দুক সহ গ্রেফতার করেছে পুলিশ। এরই মধ্যে মালদহের দিনমজুরের বাড়িতে বোমা মজুত রাখার খবর আতঙ্ক আরও বাড়িয়ে তুলেছে।

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা নেই হোটেলের রুম! কেন সবাই ভিড় জমাচ্ছেন বক্সা এবং জলদাপাড়ার জঙ্গলে?
আরও দেখুন

হরষিত সিংহ

advertisement

বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: গ্রামে হঠাৎ পুলিশের হানা, ঘিরে ফেলল বাড়ি! কারণ শুনে অবাক গ্রামবাসীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল