গোপন সূত্রে খবর পেয়ে রবিবার গভীর রাতে মালদহের ইংরেজ বাজার থানার পুলিশ হানা দেয় স্থানীয় রামনগর কাছারি এলাকার বাইপাসে। বাইপাসের উপর শুরু হয় পুলিশি তল্লাশি। সেই সময় কালিয়াচক থেকে রায়গঞ্জগামী একটি গাড়িতে তল্লাশি চালিয়ে সন্ধেহ জনক একজনকে আটক করে। তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে উদ্ধার হয় ব্রাউন সুগার। পুলিশ তাকে আটক করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে এদিন তার হেফাজত থেকে উদ্ধার হয়েছে প্রায় সাড়ে তিন লক্ষ টাকার ব্রাউন সুগার।
advertisement
আরও পড়ুনঃ শোভাযাত্রা সহকারে মহাকালীর আগমন, ভূত চতুর্দশীর রাতে অনুষ্ঠিত হল পুজো
গত কয়েকদিন আগে মালদহের ইংরেজবাজার থানার এলাকায় রাজ্য এসটিএফ কর্তারা হানা দিয়ে ইয়াবা ট্যাবলেট সহ চারজনকে গ্রেফতার করেছিল। অভিযুক্তদের বাড়ির মালদহ আসাম। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও মালদহ থেকে উদ্ধার ব্রাউন সুগার। পরপর মাদক উদ্ধারের ঘটনায় চিন্তা বাড়াচ্ছে জেলা পুলিশ কর্তাদের। মাঝে কিছুদিন বন্ধ থাকলেও আবারও শুরু হয়েছে মাদক পাচার চক্র। পুলিশের প্রাথমিক অনুমান মূলত মালদহ থেকেই রাজ্য ও দেশের বিভিন্ন প্রান্তে ছড়াচ্ছে এই মাদক।
আরও পড়ুনঃ মাঝে মধ্যেই সিদ্ধান্তে রদবদল! মালদহ- রায়গঞ্জ রুটের বেসরকারি বাস বন্ধ
রবিবার রাতে ব্রাউন সুগার সহ গ্রেফতার অভিযুক্ত কে সোমবার মালদহ জেলা আদালতে পেশ করে পুলিশ। অভিযোগ থেকে আদালতে তুলে পুলিশে হেফাজতের আবেদন জানানো হয়। অভিযুক্তকে পুলিশে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ কর্তারা। কোথা থেকে ব্রাউন সুপার গুলো নিয়ে এসেছিল কোথায় কি উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল এই সমস্ত তথ্য ছাড়াও এই পাচার চক্রের সাথে আরও কেউ জড়িত রয়েছে কিনা তার তদন্ত করতে পুলিশি হেফাজতের আবেদন জানায়। ইংরেজ বাজার থানার পুলিশকর্তারা।
Harashit Singha