বুধবার সেখানে ঘুরতে যায় দুই বন্ধু। বৃহস্পতিবার সকালে দিদির বাড়ি থেকে বাড়ি ফিরছিল। দুই যুবক বাড়ি ফিরছিলেন বাইকে করে। মৃত অঙ্কুশ মন্ডল বাইক চালাচ্ছিলেন। পথেই নিত্যানন্দপুরে নিয়ন্ত্রণ হারায় বাইকটি। রাস্তার বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাইক। পড়ে যায় রাস্তার পাশে দুইজনে। স্থানীয়রা দুইজন কে তড়িঘড়ি উদ্ধার করে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য। জরুরি বিভাগের চিকিৎসকেরা অঙ্কুশ মন্ডল কে মৃত বলে ঘোষণা করে। আহত হয়েছেন শেখর মন্ডল। বর্তমানে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
advertisement
আরও পড়ুনঃ কলস যাত্রার মধ্যে দিয়ে সূচনা হল ছট পুজোর
মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। জখম শেখর মন্ডল বলেন, আমরা দুজন একটি বাইকেই ছিলাম। অঙ্কুশ গাড়ি চালাচ্ছিল। নিত্যানন্দপুর এলাকায় রাস্তায় জল পড়েছিল। বাইক খুব জোরে চলছিল। জলের উপর দিয়ে গাড়ি যাওয়ার সময় ব্রেক করার চেষ্টা করে। চাকা স্লিপ করতে থাকে। সেই সময় গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে আমরা উল্টে যাই। স্থানীয় এলাকার বাসিন্দারা আমাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এসেছে।
Harashit Singha