Malda News: কলস যাত্রার মধ্যে দিয়ে সূচনা হল ছট পুজোর

Last Updated:

কলস যাত্রার মধ্যে দিয়ে সূচনা হল ছট পুজোর। বুধবার সকালে মালদহ শহরের রাস্তায় বিহারী সম্প্রদায়ের মহিলারা এই কলস যাত্রায় অংশগ্রহণ করেন। শহরের ঝলঝলিয়া, গয়েশপুর, রেল কলনী এলাকা জুড়ে বিশাল শোভাযাত্রা আয়োজন করা হয়।

+
ছট

ছট পালনকারীদের কলস যাত্রা

#মালদহ : কলস যাত্রার মধ্যে দিয়ে সূচনা হল ছট পুজোর। বুধবার সকালে মালদহ শহরের রাস্তায় বিহারী সম্প্রদায়ের মহিলারা এই কলস যাত্রায় অংশগ্রহণ করেন। শহরের ঝলঝলিয়া, গয়েশপুর, রেল কলনী এলাকা জুড়ে বিশাল শোভাযাত্রা আয়োজন করা হয়। এদিনের এই কলস যাত্রায় এলাকার কয়েকশো মহিলা অংশগ্রহণ করেন। গোটা এলাকা ঘুরে মহানন্দার ঘাটে জল ভরে নিয়ে যায়।মালদহ শহরের ঝলঝলিয়া ও রেল কলনী এলাকায় প্রচুর বিহারী সম্প্রদায়ের মানুষেরা বসবাস করেন। তাঁদের প্রধান উৎসব ছট পুজো।
পুজোর সাতদিন আগে থেকে চলে বিভিন্ন রীতি রেওয়াজ। ছট পুজোর আগে গঙ্গা স্নানের রেওয়াজ আছে। অনেকেই রয়েছেন বাড়ি থেকে বেরোতে পারেন না। তাই মহিলারা তাদের জন্য কলসী করে বাড়িতে জল নিয়ে আসেন। তাছাড়াও পুজোর বিভিন্ন কাজে নদীর জল প্রয়োজন হয়। তাই এদিন এলাকার সমস্ত মহিলারা একত্রিত হয়ে বিশাল শোভাযাত্রা সহকারে স্থানীয় মহানন্দা নদী থেকে জল ভরে নিয়ে আসেন।
advertisement
advertisement
প্রতিবছর এই এলাকার মহিলারা এই শোভা যাত্রার আয়োজন করে থাকেন। সুষ্ঠুভাবে ছট উৎসব পালন করার জন্য স্থানীয় কাউন্সিলরদের উদ্যোগে একটি ছট কমিটি তৈরি করা হয়েছে। কমিটির পক্ষ থেকে মহানন্দা নদীর বিভিন্ন ঘাট গুলি পরিষ্কার পরিচ্ছন্ন করা, আলোর ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত রকম সুযোগ-সুবিধা তৈরি করার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ লক্ষাধিক টাকার ব্রাউন সুগার উদ্ধার, গ্রেফতার পাচারকারী
কমিটির পক্ষ থেকে ন্যূনতম চাঁদা ধার্য করা হয়েছে ছট উৎসব কারীদের থেকে। চাঁদার টাকায় ছট পুজোর ঘাট তৈরি থেকে আলোর ব্যবস্থা অন্যান্য সুযোগ সুবিধার জন্য ব্যবহার করা হবে। এখন থেকেই শুরু হয়ে গেছে তার প্রস্তুতি। সুষ্ঠুভাবে ছয় ফুট সব পালন করার জন্য স্থানীয় প্রশাসন পুরসভার পক্ষ থেকেও বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।
advertisement
 
 
 
Harashit Singha
বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: কলস যাত্রার মধ্যে দিয়ে সূচনা হল ছট পুজোর
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement