Malda News: লক্ষাধিক টাকার ব্রাউন সুগার উদ্ধার, গ্রেফতার পাচারকারী

Last Updated:

পুজোর মরশুমে আবারো মাদক উদ্ধার মালদহ জেলা থেকে। এবার লক্ষাধিক টাকার ব্রাউন সুগার সহ এক আন্তঃজেলা পাচার চক্রের পান্ডাকে গ্রেফতার করল পুলিশ।

#মালদহ : পুজোর মরশুমে আবারো মাদক উদ্ধার মালদহ জেলা থেকে। এবার লক্ষাধিক টাকার ব্রাউন সুগার সহ এক আন্তঃজেলা পাচার চক্রের পান্ডাকে গ্রেফতার করল পুলিশ। রবিবার গভীর রাতে মালদহের ইংরেজবাজার থানার রামনগর কাছারি এলাকায় বাসপাস থেকে উত্তর দিনাজপুর জেলার এক পাচারকারীকে প্রায় ২৭০ গ্রাম ব্রাউন সুগার সহ গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম আলী হাসান। বাড়ি উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানা এলাকায়। তার কাছ থেকে উদ্ধার হয়েছে ২৭০ গ্রাম ব্রাউন সুগার।
 
 
advertisement
গোপন সূত্রে খবর পেয়ে রবিবার গভীর রাতে মালদহের ইংরেজ বাজার থানার পুলিশ হানা দেয় স্থানীয় রামনগর কাছারি এলাকার বাইপাসে। বাইপাসের উপর শুরু হয় পুলিশি তল্লাশি। সেই সময় কালিয়াচক থেকে রায়গঞ্জগামী একটি গাড়িতে তল্লাশি চালিয়ে সন্ধেহ জনক একজনকে আটক করে। তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে উদ্ধার হয় ব্রাউন সুগার। পুলিশ তাকে আটক করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে এদিন তার হেফাজত থেকে উদ্ধার হয়েছে প্রায় সাড়ে তিন লক্ষ টাকার ব্রাউন সুগার।
advertisement
আরও পড়ুনঃ শোভাযাত্রা সহকারে মহাকালীর আগমন, ভূত চতুর্দশীর রাতে অনুষ্ঠিত হল পুজো
গত কয়েকদিন আগে মালদহের ইংরেজবাজার থানার এলাকায় রাজ্য এসটিএফ কর্তারা হানা দিয়ে ইয়াবা ট্যাবলেট সহ চারজনকে গ্রেফতার করেছিল। অভিযুক্তদের বাড়ির মালদহ আসাম। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও মালদহ থেকে উদ্ধার ব্রাউন সুগার। পরপর মাদক উদ্ধারের ঘটনায় চিন্তা বাড়াচ্ছে জেলা পুলিশ কর্তাদের। মাঝে কিছুদিন বন্ধ থাকলেও আবারও শুরু হয়েছে মাদক পাচার চক্র। পুলিশের প্রাথমিক অনুমান মূলত মালদহ থেকেই রাজ্য দেশের বিভিন্ন প্রান্তে ছড়াচ্ছে এই মাদক।
advertisement
 
রবিবার রাতে ব্রাউন সুগার সহ গ্রেফতার অভিযুক্ত কে সোমবার মালদহ জেলা আদালতে পেশ করে পুলিশ। অভিযোগ থেকে আদালতে তুলে পুলিশে হেফাজতের আবেদন জানানো হয়। অভিযুক্তকে পুলিশে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ কর্তারা। কোথা থেকে ব্রাউন সুপার গুলো নিয়ে এসেছিল কোথায় কি উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল এই সমস্ত তথ্য ছাড়াও এই পাচার চক্রের সাথে আরও কেউ জড়িত রয়েছে কিনা তার তদন্ত করতে পুলিশি হেফাজতের আবেদন জানায়। ইংরেজ বাজার থানার পুলিশকর্তারা।
advertisement
Harashit Singha
বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: লক্ষাধিক টাকার ব্রাউন সুগার উদ্ধার, গ্রেফতার পাচারকারী
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement