মৃৎশিল্পী সুশান্ত কুমার মণ্ডলের বাড়ি পুরাতন মালদহ পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের স্কুলপাড়ায়৷ প্রায় ২০ বছর ধরে তিনি এই পেশার সঙ্গে জড়িত৷ কাজ শিখেছেন জেলার একাধিক নামি মৃৎশিল্পীর কাছে৷ ২০ বছর ধরে নিজের হাতেই মাটির দলা থেকে মৃণ্ময়ীকে গড়ে যাচ্ছেন৷ ছেলে একা কাজ করছে দেখে থেমে থাকেননি মা। তিনিও ২০ বছর ধরে ছেলের কাজে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। বৃদ্ধা মায়ের কাছে এখনও এমন সক্রিয় সাহায্য পেয়ে খুশি মৃৎশিল্পী।
advertisement
নব্বই বছর বয়সে তিনি এখনও প্রতিমা তৈরির ৫০ শতাংশ কাজ করে ছেলেকে সাহায্য করে আসছেন। মায়ের এই আর্শীবাদে খুশি ছেলেও।মায়ের জন্য তিনি গর্বিত৷ মায়ের প্রতি কৃতজ্ঞও বটে৷ এই বছর সুশান্ত মণ্ডল মোট নয়টি দূর্গা প্রতিমা তৈরি করছেন। একা হাতে নয়টি প্রতিমা তৈরি করার কাজ শেষ করতে অনেক পরিশ্রম করতে হয়। শুধু তাই নয় বছর ভোর তিনি বিভিন্ন দেব দেবীর মূর্তি তৈরি করেন। সেই সময়েও মা ছেলেকে সাহায্য করে আসেন।
হরষিত সিংহ





