TRENDING:

Malda News: ৯০ বছর বয়সেও গড়ছেন দুর্গা মূর্তি! কমলাদেবীর হাতেই সাজছে মৃন্ময়ী দুর্গা

Last Updated:

বৃদ্ধা মায়ের হাতে সেজে উঠছে 'মা'!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মালদহ: রাত দিন এক করে কাজ করছেন ছেলে। একদিন দুইদিন নয়, পুজোর প্রায় দুই মাস থেকে চরম ব্যস্ততার সঙ্গে কাজ করেন মৃৎশিল্পী ছেলে। নিজের চোখের সামনে ছেলের এমন কষ্ট দেখে থাকতে পারেননি বছর নব্বইয়ের কমলা মণ্ডল। তাই প্রতিদিন ছেলের সঙ্গে প্রতিমা তৈরি করছেন কমলাদেবী। প্রতিমায় মাটির কাজ থেকে রং দেওয়া সহ বিভিন্ন কাজ করেছেন। সকালে ছেলের সঙ্গে কারখানায় আসেন। দিনভর কাজ করে রাতে ছেলের সঙ্গে বাড়ি ফিরে যান।
advertisement

আরও পড়ুন Durga Puja 2022: পাঁচশো বছরেরও বেশি পুরনো বৈকুন্ঠপুরের জয়দুর্গার পুজো, এখনও রাজা কীর্তিচাঁদের নামে সঙ্কল্প করে পুজো হয়

মৃৎশিল্পী সুশান্ত কুমার মণ্ডলের বাড়ি পুরাতন মালদহ পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের স্কুলপাড়ায়৷ প্রায় ২০ বছর ধরে তিনি এই পেশার সঙ্গে জড়িত৷ কাজ শিখেছেন জেলার একাধিক নামি মৃৎশিল্পীর কাছে৷ ২০ বছর ধরে নিজের হাতেই মাটির দলা থেকে মৃণ্ময়ীকে গড়ে যাচ্ছেন৷ ছেলে একা কাজ করছে দেখে থেমে থাকেননি মা। তিনিও ২০ বছর ধরে ছেলের কাজে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। বৃদ্ধা মায়ের কাছে এখনও এমন সক্রিয় সাহায্য পেয়ে খুশি মৃৎশিল্পী।

advertisement

আরও পড়ুনSouth 24 Parganas News: কিছুটা বেশি রোজগারের আশায় বাঘের মুখে পড়তেও পিছপা হচ্ছেন না সুন্দরবনের মৎসজীবীরা

View More

নব্বই বছর বয়সে তিনি এখনও প্রতিমা তৈরির ৫০ শতাংশ কাজ করে ছেলেকে সাহায্য করে আসছেন। মায়ের এই আর্শীবাদে খুশি ছেলেও।মায়ের জন্য তিনি গর্বিত৷ মায়ের প্রতি কৃতজ্ঞও বটে৷ এই বছর সুশান্ত মণ্ডল মোট নয়টি দূর্গা প্রতিমা তৈরি করছেন। একা হাতে নয়টি প্রতিমা তৈরি করার কাজ শেষ করতে অনেক পরিশ্রম করতে হয়। শুধু তাই নয় বছর ভোর তিনি বিভিন্ন দেব দেবীর মূর্তি তৈরি করেন। সেই সময়েও মা ছেলেকে সাহায্য করে আসেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নবাবের শহর থেকে রাজধানীর পথে মুর্শিদাবাদের রুদ্রাক্ষী, স্বপ্নকে আঁকড়ে ধরে জীবনযুদ্ধে জয়
আরও দেখুন

হরষিত সিংহ

বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: ৯০ বছর বয়সেও গড়ছেন দুর্গা মূর্তি! কমলাদেবীর হাতেই সাজছে মৃন্ময়ী দুর্গা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল