TRENDING:

Vande Bharat Express: বদলে গেল বন্দে ভারত এক্সপ্রেসের সময়সূচি! জেনে নিন টাইম টেবল

Last Updated:

Vande Bharat Express: বদলে গেল বন্দে ভারত এক্সপ্রেসের সময় সূচি। আরও কম সময়ে গন্তব্যস্থলে পৌঁছাবে বন্দে ভারত এক্সপ্রেস। জানুন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: বদলে গেল বন্দে ভারত এক্সপ্রেসের সময়সূচি। আরও কম সময়ে গন্তব্যস্থলে পৌঁছাবে বন্দে ভারত এক্সপ্রেস। হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস এর সময়সূচী পরিবর্তনের বিষয়টি বিজ্ঞপ্তি প্রকাশ করল ভারতীয় রেল। আগামী ১০ এপ্রিল থেকে নতুন সময়সূচিমেনে হাওড়া নিউ জলপাইগুড়ি রুটে চলাচল করবে, বন্দে ভারত এক্সপ্রেস।
নতুন সময়সূচি বন্দে ভারত এক্সপ্রেসের
নতুন সময়সূচি বন্দে ভারত এক্সপ্রেসের
advertisement

সপ্তাহের ছয় দিন বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া নিউ জলপাইগুড়ি রুটে চলাচল করে। মাঝে তিনটি স্টপেজ রয়েছে এই দ্রুতগতির ট্রেনের। বোলপুর ( শান্তিনিকেতন), মালদা টাউন ও বারসই স্টেশনে দাঁড়ায়। রেলের পক্ষ থেকে এই ট্রেনের গতিবেগ আরো বৃদ্ধির সম্ভাবনার কথা জানানো হয়েছিল। এবার এই ট্রেনের আপাতত একটি স্টপেজ এগিয়ে নিয়ে আসলো রেল।রেল সিদ্ধান্ত নিয়েছে ২২৩০১/২২৩০২ হাওড়া - নিউ জলপাইগুড়ি - হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের বারসোই স্টেশনে সময় পরিবর্তনের বিষয়টি।বর্তমানে হাওড়া - নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস বারসই স্টেশনে ১১.৫০ মিনিটে পৌঁছায়।

advertisement

আরও পড়ুন:  ব্রালেট-মিনি স্কার্ট! খোলা শরীর! দিল্লি মেট্রোতে উঠলেন যুবতী! ভাইরাল ভিডিওতে তুমুল শোরগোল

১০ এপ্রিলের পর থেকে বারসই স্টেশনে ১১.৩৮ মিনিটে পৌঁছাবে। এবং ২২৩০২ নিউ জলপাইগুড়ি - হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস বারসই স্টেশনে বর্তমানে ১৬.৪৪ মিনিটে পৌঁছায়। আগামী ১০ এপ্রিল থেকে ১৬.৩৩ মিনিটে বারসোই স্টেশনে পৌঁছাবে। ট্রেনটি দুই দিকেই ২ মিনিটের জন্য বারসোই স্টেশনে থামবে। অন্য সব স্টেশনে ট্রেনের সময় অপরিবর্তিত থাকবে।বারসই স্টেশনে সময় পরিবর্তনের ফলে ট্রেনের গতিবেগ কিছুটা হলেও বৃদ্ধি পেয়েছে বলে মনে করছেন রেল যাত্রীদের একাংশ। কারণ আগামীতে বারসোই স্টেশনে যে সময়ে ট্রেন পৌঁছাচ্ছে তা বর্তমান সময়ের থেকে অনেকটাই এগিয়ে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

হরষিত সিংহ

বাংলা খবর/ খবর/মালদহ/
Vande Bharat Express: বদলে গেল বন্দে ভারত এক্সপ্রেসের সময়সূচি! জেনে নিন টাইম টেবল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল