মূল ফটকে দিয়ে ঢুকলেই চোখে পড়বে ট্যাবলো। পাশাপাশি থানার দেওয়ালজুড়ে আইন সংক্রান্ত নানান সচেতনতার বার্তা। অথচ এই বিষয়গুলি সঠিকভাবে জানা না থাকায় থানায় গিয়ে অনেকেই সমস্যায় পড়েন। তাঁদের কথা ভেবেই এগিয়ে এসেছেন হরিশচন্দ্রপুর থানার পুলিশ কর্মীরা। পুলিশের এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছে এলাকার মানুষ।
আরও পড়ুন: দোলের আগে মায়াপুরের শেষ হল ইসকনের মণ্ডল পরিক্রমা
advertisement
হরিশ্চন্দ্রপুর থানার আইসি দেওদূত গজমেরের উদ্যোগে নবরূপে সেজে উঠেছে থানা। থানার দেওয়ালের গায়ে নীল সাদার উপর হলুদ রঙে ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন বার্তা। পরিবেশ সুরক্ষা, শিশু শ্রম, বাল্যবিবাহ, ড্রাগস ব্যবহার সহ বিভিন্ন সামাজিক বিষয় নিয়ে বার্তা লেখা আছে। তবে সব থেকে বেশি নজর কেড়েছে সচেতনতার ট্যাবলো। থানার মূল ফটক দিয়ে প্রবেশ করলেই দেখা যাচ্ছে সাজানো রয়েছে বেশ কয়েকটি ট্যাবলো। হেলমেট ছাড়া বাইক চালালে কী বিপদ ঘটতে পারে, ট্যাবলোর মাধ্যমে সেই বার্তাই তুলে ধরা হয়েছে।
হরষিত সিংহ