তাই তো দামকে পরোয়া না করেই আম কেনার হিড়িক পড়েছে।তবে দামের ভারে কেজি কেজি আম কিনতে না পারলেও ইচ্ছে পূরণের জন্য একটি বা দুইটি আম কিনে ঘরে ফিরছেন অনেকেই। সাধারণ শীতে সময় পাকা আম পাওয়া যায়না, এবার মালদহে বিক্রি হচ্ছে পাকা আম। যা দেখে আপ্লুত মালদহবাসী। অসময়ে আমের স্বাদ নিতে আম কেনার হিড়িক।
advertisement
আমের জেলায় বর্তমান অফ সিজিনে আমের দাম শুনে আঁতকে উঠছেন সকলেই। এই সময় বাজারে ২৭০ টাকা থেকে ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ব্যাঙ্গালোরের আম। আম খাওয়ার ইচ্ছা পূরণ করতে অনেকেই কিনছেন। বিক্রেতা বলেন, অধিকাংশ ক্রেতা একটি করেই আম কিনছেন।কারণ একটি আমের দাম পড়ছে প্রায় একশো টাকা বা তার বেশি। শীতে আমের কেমন স্বাদ সেইটি জানতেই এখন আমের প্রতি ঝুঁকে পড়ছেন সাধারণ মানুষ।মালদহ শহরের প্রতিটি ফলের দোকানে মিলছেনা এখন আম । শহরের গুটি কয়েকটি দোকানে বিক্রি হচ্ছে।
বিক্রেতারা বলেন, ব্যাঙ্গালোরে সব সময় আম পাওয়া যায়। সেখান থেকেই আম নিয়ে আসা হচ্ছে এখন। তবে বেশি পরিমাণে মিলছেনা । এমনকি প্রতিদিন পাওয়া যাচ্ছেনা।অসময়ে আম তাই দাম বেশি। তবে খেতে মিষ্টি সুস্বাদু এই আম। মালদহ আমের জন্য বিখ্যাত হলেও সারা বছর আম পাওয়া যায়না এখানে। এখনো আমের মরশুম শুরু হয়নি। এমনকি আমের মুকুল আসার সময় পর্যন্ত হয়নি। তার আগে বাজারে দেদার বিক্রি হচ্ছে পাকা আম।
হরষিত সিংহ





