আরও পড়ুন- চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পড়ে গেলেন বৃদ্ধা ! দেখে দৌড় মহিলা কনস্টেবলের, তারপর কী ঘটল?
রেলওয়ে প্রোটেকশন ফোর্সের ,'অপারেশন জীবন রক্ষা'-এর অধীনে মেরি সহেলি দল রয়েছে। সেখানে আরপিএফ-এর বাছাই করা মহিলা কর্মীরা রয়েছেন। আরপিএফের লেডি কনস্টেবল, সুলতা মণ্ডল মেরি সহেলি দলে কর্ত্যবরত। আপ কাঞ্চনজঙ্ঘা (১৩১৭৫) এক্সপ্রেস ট্রেনটি মালদহ রেলওয়ে স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল। সেখানে কর্তব্যরত ছিলেন ওই মহিলা কনস্টেবল। ট্রেনটি ছেড়ে দেওয়ার মুহূর্তে এক বৃদ্ধ দম্পতি তাড়াহুড়ো করে ধীর গতিতে চলমান ট্রেনে ওঠার চেষ্টা করেন। কিন্তু হঠাৎ বৃদ্ধ মহিলা যাত্রী প্ল্যাটফর্মে পিছলে পড়ে যান।
advertisement
ট্রেন এবং প্ল্যাটফর্মের মাঝের ফাঁকে পড়ে যেতেন কিন্তু তৎক্ষণাৎ কর্তব্যরত ‘মেরি সহেলি’ দলের লেডি কনস্টেবল সুলতা মণ্ডল এবং একজন যাত্রীর তাৎপরতায় তাঁকে উদ্ধার করা হয়। ঘটনাকে কেন্দ্র করে এদিন ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদহ টাউন স্টেশনে। পরবর্তীতে ওই বৃদ্ধ দম্পতি যাত্রীকে ট্রেনে ওঠানোর ব্যবস্থা করা হয়। সুলতার সাহসিকতাকে সাধুবাদ জানাচ্ছেন রেলের যাত্রীরা।
হরষিত সিংহ