রেল সূত্রে জানা গিয়েছে, শীতকালীন স্পেশ্যাল ট্রেনটি ২৫ জানুয়ারি থেকে যাত্রা শুরু করবে। কলকাতা-নিউ জলপাইগুড়ি শীতকালীন বিশেষ ট্রেনটি ২৫ জানুয়ারি ২৩.৩০ টায় কলকাতা থেকে যাত্রা শুরু করবে। পরের দিন ১০.১০ টায় নিউ জলপাইগুড়ি পৌঁছবে। এবং ( ০৩১০৬) নিউ জলপাইগুড়ি- কলকাতা শীতকালীন বিশেষ নিউ জলপাইগুড়ি ২৬ জানুয়ারি ১২ টায় ছাড়বে। পরের দিন ০০.৫০ টায় কলকাতা পৌঁছবে।
advertisement
আরও পড়ুন: ঠোঁট অতিরিক্ত শুকিয়ে যাচ্ছে? শরীরে বাসা বাঁধতে পারে মারণরোগটি! জানুন
বিশেষ এই ট্রেন আপ ও ডাউনে চলাচলের সময় নৈহাটি, ব্যান্ডেল, কাটোয়া, আজিমগঞ্জ, জঙ্গিপুর রোড, মালদহ টাউন, বারসোই, কিষাণগঞ্জ এবং আলুবাড়ি রোড স্টেশনে স্টপেজ রয়েছে। ট্রেনটিতে জেনারেল সেকেন্ড ক্লাস, স্লিপার ক্লাস এবং শীতাতপ নিয়ন্ত্রিত কোচ থাকবে। সাধারণ ভাড়ার পাশাপাশি বিশেষ চার্জ আদায় করা হবে। ০৩১০৫ কলকাতা-নিউ জলপাইগুড়ি শীতকালীন বিশেষ ট্রেনের টিকিটের বুকিং পিআরএস কাউন্টার এবং ইন্টারনেটের মাধ্যমে ২২ জানুয়ারি থেকে পাওয়া যাচ্ছে।
আরও পড়ুন: স্বামী-স্ত্রী আলাদা ঘরে ঘুমনোর দারুণ কিছু উপকারিতা রয়েছে! জানলে চমকে যাবেন
রেলের পক্ষ থেকে বিশেষ এই ট্রেনটি চালু করায় পর্যটকদের অনেকটাই সুবিধা হবে। শুধু তাই নয় সাধারণ যাত্রীদেরও এই বিশেষ ট্রেন অনেকটাই সুবিধা করবে। রেলের এমন সিদ্ধান্তকে ধন্যবাদ জানাচ্ছেন যাত্রীরা।
হরষিত সিংহ