তবে তাপমাত্রার পারদ এখনো বাড়ছে না। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, শীতের দাপট এখনও থাকবে। এমনকি আগামী কয়েক দিনের মধ্যে জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জেলায় তাপমাত্রার পারদ ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরা ফেরা করছে। গত কয়েকদিনের তুলনায় সামান্য কিছুটা বেড়েছে তাপমাত্রা।
তবে জেলা আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামীতে তাপমাত্রা বৃদ্ধির কোনও সম্ভবনা নেয়। এখনো জেলায় বজায় থাকবে ঠান্ডা। মালদহ জেলা আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, সোমবার জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার জেলার তাপমাত্রা তেমন কোন তফাৎ নেই।
advertisement
এদিন জেলার সর্বোচ্চ তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। গত কয়েকদিনে জেলার তাপমাত্রার পার্থক্য খুব একটা বেশি নয়। আগামী কয়েকদিনের জেলার তাপমাত্রা এরকম থাকবে এমনটাই জানা গিয়েছে আবহাওয়া দফতর সূত্রে।
আরও পড়ুন, নজরে মেঘালয়, আজ থেকে ফের তিনদিনের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
আরও পড়ুন, বঙ্গ বিজেপি'র কর্মীদের প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি!
তবে ঠান্ডার দাপট গত কয়েকদিন কিছুটা এক থাকলেও, এখন রয়েছে ঘন কুয়াশার প্রভাব। সকালের দিকে ঘন কুয়াশা থাকায় সাধারণ মানুষ খুব একটা বাড়ির বাইরে বেরোতে পারছেন না অনেকে। সারাদিন রোদ ঝলমলে থাকলেও সন্ধ্যার পরে ঠান্ডা বাড়ছে।
হরষিত সিংহ