তারই মাঝে বাজারের মধ্যে ঢুকে পড়ে ষাঁড়ে লড়াই। দুই ষাঁড়ের লড়াই য়ে এদিন দাল্লা বাজারে প্রায় পাঁচটি সবজি দোকান ভেঙে গুড়িয়ে যায়। সাধারণ মানুষ সচেতন হয়ে বাজার থেকে পালাতে সক্ষম হওয়ায় তেমন কোন দুর্ঘটনা ঘটেনি। তবে এদিন সকাল থেকে ষাড়ের লড়াইকে কেন্দ্র করে গোটা এলাকার মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়ায়।
advertisement
আরও পড়ুন: জাগ্রত বড় তারা মা! সব নিয়মও আলাদা! দর্শনেই মায়ের কৃপা! ভিডিওতে দেখুন পুজো
স্থানীয়রা ঘরবন্দী হয়ে পড়েন দীর্ঘক্ষণ। প্রায় দুই থেকে তিন ঘন্টা ধরে দুই ষাঁড়ের তুমুল লড়াই চলে। অবশেষে লড়াই থামে। তবে ততক্ষণে আতঙ্কে এলাকা ছাড়া স্থানীয়রা। লড়াই শেষে স্থানীয়রা দেখেন কমপক্ষে পাঁচটি সবজির দোকান ভেঙে যায় ,পণ্য বোঝাই ভ্যান উল্টে দিয়েছে, এক গৃহস্থের বাড়ির বারান্দায় থাকা মেশিন উল্টে দেয় , পথচারীরা প্রাণে বাঁচলেন এদিক ওদিক ছুটোছুটি করে। তবে লড়ায়ের জেরে স্থানীয় রাস্তায় গাড়ি চলাচল আটকে পড়ে দীর্ঘক্ষণ। বেশ কয়েকজনের প্রচেষ্টায় লড়াই থামাতে পারায় স্বস্তির নিঃশ্বাস ফেলে স্থানীয় বাসিন্দারা।
হরষিত সিংহ





