আবারও মালদহের কালিয়াচক থানা এলাকা থেকে উদ্ধার তাজা বোমা। এবার কালিয়াচক থানা থেকে প্রায় ২০০ মিটার দূরে জাতীয় সড়কের পাশ থেকে উদ্ধার হয়েছে দুটি তাজা বোমা। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। রবিবার সকালে এক ব্যক্তি জাতীয় সড়কের পাশ দিয়ে যাওয়ার সময় বোমাগুলি দেখতে পান। খবর ছড়াছড়ি হতেই আশেপাশের বাসিন্দারা ছুটে আসে। কালিয়াচক থানায় খবর পৌঁছালে ঘটনাস্থলে ছুটে আসে কালিয়াচক থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।
advertisement
আরও পড়ুন – North 24 Parganas News: যোগাকেন্দ্রের জন্মদিনে, কেক কাটা, তারপর হিন্দি গানের তালে ব্যায়াম
বর্তমানে জায়গাটিকে পুলিশ ও বাহিনী ঘিরে রেখেছে। নিরিবিলি নির্জন এলাকায় দুষ্কৃতীরা তাজা বোমাগুলি মজুত করে রেখেছিল বলে প্রাথমিক অনুমান পুলিশের। গত দুইদিন আগেই কালিয়াচক থানা এলাকায় লিচু বাগানের মধ্যে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু হয়েছে একজনের। বোমা বিস্ফোরণে গুরুতর জখম হয়েছেন চারজন।
এই ঘটনায় জেলা পুলিশের পক্ষ থেকে ১৮ জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। বেআইনিভাবে বোমা তৈরি করার অভিযোগে পুলিশের পক্ষ থেকে মামলা করা হয়েছে। দু’দিন পরে আবার কালিয়াচক থানা থেকে উদ্ধার তাজা বোমা।
ভোট পরবর্তী পরিস্থিতিতে মালদহ জেলার কালিয়াচক ও বিভিন্ন চত্বর থেকে প্রায় নিয়মিত তাজা বোমা উদ্ধারের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছে। যদিও পুলিশের পক্ষ থেকে গোটা এলাকা জুড়ে কড়া নজরদারি চালানো হচ্ছে। কালিয়াচক পঞ্চায়েত সমিতির বিদায়ী সভাপতি আতিকুর বলেন, সকালে খবর পেলাম জাতীয় সড়কের পাশে দুটি তাজা বোমা উদ্ধার হয়েছে। পুলিশকে খবর দিই। ঘটনাস্থলে পুলিশ যায়। তদন্ত করছে।
Harshit Singh