Kali Puja 2025: ৭২ ফুটের জগন্নাথ মন্দিরে ২২ ফুটের মা কালী! মালদহে এবার নজর কাড়তে প্রস্তুত 'এই' কালীপুজো, বাজেট ১০ লক্ষ

Last Updated:

দুর্গাপুজো শেষে এবারে পালা কালী পুজোর। আর এই কালী পুজোতেই হবে জগন্নাথ দেবের দর্শন। মালদহ শহরের এই ক্লাবের থিম যেন এক টুকরো পুরি এবং দিঘার জগন্নাথ মন্দির।

+
কালীপুজোর

কালীপুজোর থিম জগন্নাথ মন্দির

মালদহ, জিএম মোমিন: পুরী, দিঘা নয়, এবার জগন্নাথ দেবের দর্শন পাবেন জেলাতেই। দুর্গাপুজো শেষে এবারে পালা কালী পুজোর। আর এই কালী পুজোতেই হবে জগন্নাথ দেবের দর্শন। মালদহ শহরের এই ক্লাবের থিম যেন এক টুকরো পুরি এবং দিঘার জগন্নাথ মন্দির। প্রতিবছরের মতো এ বছরও কালী পুজোতে জেলাবাসীকে নতুন কিছু চমক দিতে প্রস্তুতি শুরু করল মালদহ শহরের পিরোজপুর ইউথ ক্লাব।
পুরীর জগন্নাথ মন্দিরের আদলে এবারে শহরে তৈরি হচ্ছে বিশাল আকারের কালী পুজোর মণ্ডপসজ্জা। প্রায় ৭২ ফুট উচ্চতার এই মণ্ডপসজ্জার প্রবেশদ্বারের মুখে থাকছে জগন্নাথ দেবের মূর্তি এবং ভিতরে থাকছে প্রায় ২২ ফুটের মা কালীর প্রতিমা। শুধু তাই নয় সোনা এবং চাঁদির অলংকার দিয়ে সাজানো হবে মায়ের সাজসজ্জা বলে জানান পুজো উদ্যোক্তারা।
advertisement
advertisement
ক্লাবের সহ-সম্পাদক দেবব্রত দাস জানান, “এবছর তাদের পুজো ৭২ তম বর্ষে পদার্পণ করল। প্রতিবছরই বিশেষ কিছু চমক থাকে। এ বছর পুরি এবং দিঘার জগন্নাথ মন্দিরের আদলে থিম তৈরি করা হচ্ছে। প্রায় ১০ লক্ষ টাকা বাজেটে এই থিম তৈরি করা হচ্ছে। শুধু তাই নয় দুস্থদের মধ্যে শীতবস্ত্র সহ বিভিন্ন রকম বস্ত্র বিতরণ করা হবে এবং দর্শনার্থীদের জন্য বিশেষ নরনারায়ণ সেবার আয়োজন থাকছে। প্রায় ১০ হাজারেরও বেশি দর্শনার্থীদের খাওয়ানো হবে এই নরনারায়ণ সেবায়।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
শুধু দুর্গাপুজো নয় মালদহ শহরের কালীপুজোতেও বিগ বাজেটের থিমে থাকে বিশেষ চমক। তেমনই ভাবে শহর এবং জেলাবাসীকে নতুন কিছু আকর্ষণ দিতে মাঠে নেমেছে মালদহ শহরের ইংরেজবাজার থানা সংলগ্ন পিরোজপুর ইউথ ক্লাব। পুরীর জগন্নাথ মন্দিরের আদলে এই থিম বিশেষ নজর কাড়বে দর্শনার্থীদের বলে আশাবাদী পুজো উদ্যোক্তারা।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Kali Puja 2025: ৭২ ফুটের জগন্নাথ মন্দিরে ২২ ফুটের মা কালী! মালদহে এবার নজর কাড়তে প্রস্তুত 'এই' কালীপুজো, বাজেট ১০ লক্ষ
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement