TRENDING:

মাত্র ২০ টাকা থেকে দাম শুরু! জেলার বাজি বাজারে চোখধাঁধানো সম্ভার, কোথায় কোথায় এই মার্কেট বসেছে জানুন

Last Updated:
Malda News: কালীপুজো উপলক্ষে জেলা প্রশাসনের নির্দেশনা এবং মালদহ মার্চেন্ট চেম্বার অফ কমার্সের ব্যবস্থাপনায় মোট সাতটি ব্লকে বাজি বাজারের আয়োজন করা হয়েছে। আগামী ২০ অক্টোবর পর্যন্ত এই বাজার চলবে।
advertisement
1/6
২০ টাকা থেকে দাম শুরু! জেলার বাজি বাজারে চোখধাঁধানো সম্ভার, কোথায় কোথায় এই মার্কেট বসেছে
বাজি বাজারে ব্যবসায়ীদের বাজিমাত। কোটি কোটি টাকার বাজি বিক্রি করে বাজার কাঁপালেন মালদহের বাজি বাজারের ব্যবসায়ীরা। সূচনার দিন থেকেই জেলার মোট সাতটি ব্লক এলাকায় অনুষ্ঠিত বাজি বাজারগুলিতে ক্রেতাদের বাঁধ ভাঙা ভিড় লক্ষ্য করা যায়। (ছবি ও তথ্যঃ জিএম মোমিন)
advertisement
2/6
কালীপুজো উপলক্ষে জেলা প্রশাসনের নির্দেশনা এবং মালদহ মার্চেন্ট চেম্বার অফ কমার্সের ব্যবস্থাপনায় মোট সাতটি ব্লকে বাজি বাজারের আয়োজন করা হয়েছে। আগামী ২০ অক্টোবর পর্যন্ত এই বাজার চলবে।
advertisement
3/6
ইংরেজবাজার, হবিবপুর, রতুয়া, চাঁচল, কালিয়াচক সহ মোট সাতটি ব্লক এলাকায় এই বাজি বাজারের আয়োজন করা হয়েছে। মালদহের এগ্রিকালচার ফার্ম ময়দানে ৫১টি স্টল করা হয়েছে। সেখানে ১০টি পাইকারি এবং ৪১টি খুচরো দোকান রয়েছে। এই বাজি বাজারে তিন জন মহিলা ব্যবসায়ীও অংশগ্রহণ করেছেন।
advertisement
4/6
এক বাজি ব্যবসায়ী কমল ভগৎ জানান, "এই বছর নিত্যনতুন একাধিক রকম আতশবাজি আনা হয়েছে। ২০ টাকা থেকে শুরু করে ৮ হাজার টাকা দামের আতশবাজি রয়েছে। প্রতিদিনই ক্রেতাদের ব্যাপক সাড়া মিলেছে। দিনে প্রায় লক্ষাধিক টাকা আয় হয়েছে। ভাল কেনাবেচা হয়েছে।"
advertisement
5/6
মালদহ মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সম্পাদক উত্তম বসাক জানান, "নিরাপত্তার কথা মাথায় রেখে ফাঁকা মাঠ এলাকায় বাজি বাজারের আয়োজন করা হয়েছে। জেলার মোট সাতটি ব্লকে ফাঁকা ময়দান এলাকায় বাজি বাজার করে শতাধিক স্টলে বাজি বিক্রি হচ্ছে। মানুষের ভাল সাড়া মিলেছে।"
advertisement
6/6
তিনি আরও জানান, "জেলায় সবকটি বাজি বাজার মিলিয়ে প্রায় ৫০ কোটি টাকারও বেশি কেনাবেচা হয়েছে। পাশাপাশি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য জেলা প্রশাসনের তরফে ভালভাবে নজরদারি চালানো হচ্ছে এবং সক্রিয়ভাবে দমকল কর্মীরা দায়িত্ব পালন করছেন।" (ছবি ও তথ্যঃ জিএম মোমিন)
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
মাত্র ২০ টাকা থেকে দাম শুরু! জেলার বাজি বাজারে চোখধাঁধানো সম্ভার, কোথায় কোথায় এই মার্কেট বসেছে জানুন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল