গাছ বা আকাশের দিকে তাকালেই প্রচুর পাখি দেখা যায়। এই হাজার হাজার পাখিদের মধ্যেই থাকে অজস্র প্রজাতির পাখি। এর মধ্যে কেউ কেউ একা থাকতে পছন্দ করে, কেউ আবার পরিবার নিয়ে থাকে। মানুষের মতো কলোনি করেও বসবাস করে অনেক পাখি। প্রতিবছর মালদহের আদিনা ডিয়ার পার্কে এমন ছবি দেখা যায়। বিগত প্রায় কয়েকশো বছর ধরে আদিনা ডিয়ার পার্কে কলোনি করে বসবাস করছে হাজার হাজার শামুকখোল পাখি। এবার সেই পাখিদের গণনা করল জেলা বন দফতর।
advertisement
আরও পড়ুনঃ ৫৫ ফুটের মা কালী, ২০ লক্ষ বাজেট! মালদহের প্রত্যন্ত গ্রামের ‘এই’ পুজোয় ভিন দেশ থেকে ছুটে আসেন ভক্তরা
এদিন মালদহ জেলা বন দফতরের উদ্যোগে শামুকখোল পাখিদের গণনা করা হয়। জেলা বন দফতরের গবেষণা সহকারী শুভ্র পাল জানান, পাখিদের গণনা প্রক্রিয়ায় দু’টি টিমে মোট ১২ জন বন দফতরের সদস্যরা গণনার কাজ করেন। যে সকল গাছে পাখিদের বাসা থাকে সেই গাছের প্রজাতির নাম দেখে তার উপর নম্বর দেওয়া হয়। গাছের গোলাকার আকৃতি এবং সেই গাছের পাখির কত বাসা রয়েছে তা গণনা করে খাতায় লেখা হয়। স্ত্রী, পুরুষ ও ছানা পাখি নিয়ে একটি বাসায় মোট তিনটি পাখির হিসেব ধরা হয়। এরপর ডিয়ার পার্কের পাখির বাসা যুক্ত সমস্ত গাছের গণনার পর মোট হিসেব করে পাখি শুমারির রিপোর্ট তৈরি করা হয়। এই বছর আনুমানিক ১৬ হাজার পাখি রয়েছে বলে জানান বন দফতরের আধিকারিকরা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রতিবছরই জুন মাসের পর থেকে মালদহের আদিনা ডিয়ার পার্কে শামুকখোল পাখির আগমন শুরু হয়। তবে প্রায় ছয় মাস থাকার পর বছরের শেষের দিকে ভিন রাজ্য ও বিদেশে পাড়ি দেয়। তাই সেই পাখিদের যাওয়ার আগে পাখি শুমারি করেন জেলা বন দফতরের আধিকারিকরা।