TRENDING:

Malda News: প্রেমিকার বিয়েতে ভেঙে পড়েছিলেন, তারপরে দশম শ্রেণির পড়ুয়া হাঁটলেন এই পথে

Last Updated:

প্রেমিকের বিয়ে মেনে নিতে পারেনি দশম শ্রেণীর স্কুল পড়ুয়া। গত বৃহস্পতিবার প্রেমিকার বিয়ের পর থেকেই মানসিক অবসাদের ভুগছিল ওই স্কুল পড়ুয়া। তার জেরে শোবার ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়। ওই দিন পরিবারের লোকেরা এক আত্মীয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মালদহ:  প্রেমিকের বিয়ে মেনে নিতে পারেনি দশম শ্রেণির স্কুল পড়ুয়া। গত বৃহস্পতিবার প্রেমিকারবিয়ের পর থেকেই মানসিক অবসাদের ভুগছিল ওই স্কুল পড়ুয়া। তার জেরে শোবার ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়। ওই দিন পরিবারের লোকেরা এক আত্মীয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল। বাড়িতে একা ছিল শুভজিৎ মল্লিক নামে ওই স্কুল পড়ুয়া। রবিবার সকালে পরিবারের লোকেরা বাড়ি ফিরে দেখে ঘরের মধ্যে ঝুলন্ত দেহ।পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত শুভজিৎ মল্লিক(১৬) দশম শ্রেণির পড়ুয়া। বাড়ি মালদহের মোথাবাড়ি থানার রাজনগর মডেলপাড়া এলাকার।
আত্মহত্যা দুই জনের
আত্মহত্যা দুই জনের
advertisement

স্থানীয় রাজনগর হাই স্কুলের পড়ুয়া‌।অপর দিকে প্রেমিকার বিয়ে হয়ে যাওয়ায় শোয়ার ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল আরো এক যুবক। পুরাতন মালদহের ওই যুবক পেশায় আলমারি মিস্ত্রি। জানা গিয়েছে প্রতিবেশী এক যুবতীর সঙ্গে প্রেম সম্পর্ক ছিল। গত বৃহস্পতিবার প্রেমিকার বিয়ে হয়। তারপর থেকেই মানসিক অবসাদে ভুগতে থাকে।

আরও পড়ুন -  Sourav Ganguly: মেসির হাতে উঠুক কাপ- মাঠে স্ত্রী ডোনাকে সঙ্গে নিয়ে ফাইনাল দেখলেন দাদা

advertisement

রবিবার সকালে পরিবারের লোকেরা শোওয়ার ঘরে তার ঝুলন্ত দেহ উদ্ধার করে। পরিবার সূত্রে জানা গিয়েছে মৃতের নাম ব্রজেন পাল(২৫)। বাড়ি পুরাতন মালদহের বাচামারি। প্রতিবেশী এক যুবতীর সাথে দীর্ঘদিন ধরে প্রেম করতো। গত বৃহস্পতিবার পরিবারের লোকেরা প্রেমিকার বিয়ে দিয়ে দেয়।

আরও পড়ুন -  পড়ছে সিটি, চারদিকে বিয়ারের বোতল, বিশ্বকাপ হাতে টেবলের ওপর মেসির নাচ, রইল ড্রেসিং রুমের ভাইরাল ভিডিও

advertisement

প্রেমিকার বিয়ের পর থেকেই মানসিক অবসাদের সাথে ভুগছিল ওই যুবক। রবিবার সকাল বেলা ঘরের মধ্যে তার ঝুলন্ত দেহ দেখতে পায়। জেলার দুই প্রান্তে প্রেমে প্রত্যাখাত হয়ে আত্মহত্যা করল দুইজন। দেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনায় শোকের মৃত দুইজনের পরিবারে।

সেরা ভিডিও

আরও দেখুন
এ যেন 'মেঘভাঙা' বৃষ্টি! হাসিমারায় পরিস্থিতি খারাপ, 'লাল চোখ' দেখাচ্ছে তোর্ষা
আরও দেখুন

Harsit Singh

বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: প্রেমিকার বিয়েতে ভেঙে পড়েছিলেন, তারপরে দশম শ্রেণির পড়ুয়া হাঁটলেন এই পথে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল