TRENDING:

Malda News | Special Trains for North Bengal: উত্তরবঙ্গের জন্য দু'টি স্পেশাল ট্রেন! হাওড়া ও শিয়ালদহ থেকে ছাড়বে! জানুন সময়

Last Updated:

Malda News | Special Trains for North Bengal: গরমে পর্যটকদের জন্য সুখবর। নর্থ বেঙ্গলের জন্য দু'টি স্পেশাল ট্রেন বাড়ানো হল। ছাড়বে হাওড়া এবং শিয়ালদহ থেকে। জেনে নিন বিস্তারিত

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ:  গরমে পর্যটকদের জন্য সুখবর। এই গরমে রাজ্যবাসী পাহাড়ে ঘুরতে যাচ্ছেন। ফলে উত্তরবঙ্গগামী ট্রেনগুলিতে ভিড় বাড়ছে। ট্রেনগুলিতে ভিড় কমাতে দুটি সাপ্তাহিক ট্রেন চালানোর পরিকল্পনা নিয়েছে রেল।পূর্ব রেলওয়ে নিউ জলপাইগুড়ির জন্য দুটি গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালাবে। পূর্ব রেল হাওড়া এবং নিউ জলপাইগুড়ি এবং শিয়ালদহ এবং নিউ জলপাইগুড়ির মধ্যে দুটি গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে৷ আগামী ১৯ এপ্রিল থেকে চলবে এই দুটি ট্রেন।
সামার স্পেশাল ট্রেন চালু হচ্ছে 
সামার স্পেশাল ট্রেন চালু হচ্ছে 
advertisement

০৩০২৭ হাওড়া - নিউ জলপাইগুড়ি সামার স্পেশাল হাওড়া থেকে প্রতি বুধবার ২৩.৪০ টায় ছেড়ে যাবে ১৯.০৪.২০২৩ তারিখ থেকে। ২৮ জুন পর্যন্ত চলবে। নিউ জলপাইগুড়ি পৌঁছানোর পরের দিন ১০.৪৫ টায় ০৩০২৮ নিউ জলপাইগুড়ি - হাওড়া সামার স্পেশাল প্রতি বৃহস্পতিবার চলবে।এদিনেই ২৩.৩৯ টায় হাওড়া পৌঁছবে৷ ট্রেনটি ব্যান্ডেল, কাটোয়া, আজিমগঞ্জ, জঙ্গিপুর রোড, মালদহ টাউন, বারসোই, কিষাণগঞ্জ এবং আলুবাড়ি রোড স্টেশনে উভয় দিকে থামবে।

advertisement

আরও পড়ুন: যখন তখন গ্রামে ঢুকে পড়বে ! মুহূর্তে সব শেষ! কার ভয়ে আতঙ্কের প্রহর সুন্দরবনে? জানুন

আরও পড়ুন:

ট্রেনটিতে জেনারেল সেকেন্ড ক্লাস, স্লিপার ক্লাস এবং শীতাতপ নিয়ন্ত্রিত থাকার ব্যবস্থা থাকবে।০৩১০৩শিয়ালদহ - নিউ জলপাইগুড়ি সামার স্পেশাল শিয়ালদহ থেকে প্রতি শনিবার ২৩.৪০ টায় ছেড়ে যাবে ১৫ এপ্রিল থেকে। ২৪ জুন পর্যন্ত চলবে এই ট্রেন। নিউ জলপাইগুড়ি পৌঁছানোর পরের দিন ১০.৪৫ ০৩১০৪ নিউ জলপাইগুড়ি - শিয়ালদহ সামার স্পেশাল শিয়ালদহের জন্য ছাড়বে।ট্রেনটি নৈহাটি, ব্যান্ডেল, কাটোয়া, আজিমগঞ্জ, জঙ্গিপুর রোড, মালদহ টাউন, বারসোই, কিষাণগঞ্জ এবং আলুবাড়ি রোড স্টেশনে উভয় দিকে থামবে। ট্রেনটিতে শীতাতপ নিয়ন্ত্রিত থাকার ব্যবস্থা থাকবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

হরষিত সিংহ

বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News | Special Trains for North Bengal: উত্তরবঙ্গের জন্য দু'টি স্পেশাল ট্রেন! হাওড়া ও শিয়ালদহ থেকে ছাড়বে! জানুন সময়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল