০৩০২৭ হাওড়া - নিউ জলপাইগুড়ি সামার স্পেশাল হাওড়া থেকে প্রতি বুধবার ২৩.৪০ টায় ছেড়ে যাবে ১৯.০৪.২০২৩ তারিখ থেকে। ২৮ জুন পর্যন্ত চলবে। নিউ জলপাইগুড়ি পৌঁছানোর পরের দিন ১০.৪৫ টায় ০৩০২৮ নিউ জলপাইগুড়ি - হাওড়া সামার স্পেশাল প্রতি বৃহস্পতিবার চলবে।এদিনেই ২৩.৩৯ টায় হাওড়া পৌঁছবে৷ ট্রেনটি ব্যান্ডেল, কাটোয়া, আজিমগঞ্জ, জঙ্গিপুর রোড, মালদহ টাউন, বারসোই, কিষাণগঞ্জ এবং আলুবাড়ি রোড স্টেশনে উভয় দিকে থামবে।
advertisement
আরও পড়ুন: যখন তখন গ্রামে ঢুকে পড়বে ! মুহূর্তে সব শেষ! কার ভয়ে আতঙ্কের প্রহর সুন্দরবনে? জানুন
আরও পড়ুন:
ট্রেনটিতে জেনারেল সেকেন্ড ক্লাস, স্লিপার ক্লাস এবং শীতাতপ নিয়ন্ত্রিত থাকার ব্যবস্থা থাকবে।০৩১০৩শিয়ালদহ - নিউ জলপাইগুড়ি সামার স্পেশাল শিয়ালদহ থেকে প্রতি শনিবার ২৩.৪০ টায় ছেড়ে যাবে ১৫ এপ্রিল থেকে। ২৪ জুন পর্যন্ত চলবে এই ট্রেন। নিউ জলপাইগুড়ি পৌঁছানোর পরের দিন ১০.৪৫ ০৩১০৪ নিউ জলপাইগুড়ি - শিয়ালদহ সামার স্পেশাল শিয়ালদহের জন্য ছাড়বে।ট্রেনটি নৈহাটি, ব্যান্ডেল, কাটোয়া, আজিমগঞ্জ, জঙ্গিপুর রোড, মালদহ টাউন, বারসোই, কিষাণগঞ্জ এবং আলুবাড়ি রোড স্টেশনে উভয় দিকে থামবে। ট্রেনটিতে শীতাতপ নিয়ন্ত্রিত থাকার ব্যবস্থা থাকবে।
হরষিত সিংহ