পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত যুবককের নাম বাবলু রজক( ৩২)। মথুরাপুর রজকপাড়া এলাকার বাসিন্দা। পেশায় বেলুন বিক্রেতা। জানা গিয়েছে এদিন দুপুরে সাইকেলে নিয়ে রাজ্য সড়কের উপর দিয়ে কাজে যাচ্ছিলেন। পথে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে সাইকেলে। লরির ধাক্কায় চাকার নীচে পড়ে যায়। চাকায় চাপা পড়ে গুরুতর জখম হয়।
advertisement
আরও পড়ুন: স্বর্ণ ব্যবসায়ীর ব্যাঙ্ক থেকে উধাও হাজার হাজার টাকা! ব্যাঙ্কের উত্তরে মাথায় হাত!
স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলো ঘোষণা করে। ঘটনা কেন্দ্র করে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃতার আত্মীয় পরিজন গ্রামবাসীরা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মানিকচক থানার পুলিশ । ঘাতক লরিটিকে আটক করে বিক্ষোভ দেখায় স্থানীয় ও মৃতের আত্মীয় পরিজনেরা। যদিও দুর্ঘটনার পর ঘাতক লরিটি রেখে পালিয়ে যায় চালক। পুলিশ ঘাতক লরিটি আটক করে।
হরষিত সিংহ