TRENDING:

Potato Farming: ভাল ফলন, তবুও লোকসান! সরকারের কাছে সহায়ক মূল্যে আলু কেনার দাবি কৃষকের!

Last Updated:

আলুর ফলন ব্যাপক হারে হওয়ায় বাজারে দাম মিলছে না। চরম সমস্যায় পড়েছেন মালদহের আলু চাষীদের একাংশ। অধিকাংশ আলু চাষে ঋণ নিয়ে আলু চাষ করেছিলেন। চলতি মরশুমে আবহাওয়া ভালো থাকায় আলোর ফলন ভালো হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: আলুর ফলন ব্যাপক হারে হওয়ায় বাজারে দাম মিলছে না। চরম সমস্যায় পড়েছেন মালদহের আলু চাষীদের একাংশ। অধিকাংশ আলু চাষে ঋণ নিয়ে আলু চাষ করেছিলেন। চলতি মরশুমে আবহাওয়া ভালো থাকায় আলুর ফলন ভালো হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। চড়া দামে সার বীজ কিনে আলু চাষ করেছিলেন কৃষকেরা। ফলন অত্যন্ত ভালো হওয়ায় ব্যাপক উৎপাদন হয়েছে আলুর। এমন পরিস্থিতিতে আলুর দাম না পেয়ে মাথায় হাত কৃষকদের। এমনকি মালদহ জেলায় পর্যাপ্ত হিমঘর না থাকায় আলু মজুত রাখতেও হিমশিম খেতে হচ্ছে কৃষকদের।
advertisement

জেলার বাজার ও হার্ট গুলিতে পাইকারি মূল্যে আলুর দাম একেবারে তলানিতে। কৃষকেরা বাজারে ৫০০ টাকা কুইন্টাল দরে আলু বিক্রি করছেন। আলুর দাম না মেলায় সরকারি সহায়ক মূল্যে আলু কেনার দাবি তুলছেন কৃষকেরা। বর্তমানে সরকারি সহায়ক মূল্যের ধান কেনা হলেও অন্যান্য ফসল কেনা হয় না। তাই এবার সরকারি সহায়ক মূল্যে আলু কেনার দাবি তুলছেন কৃষকেরা।মালদহ জেলার কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে জেলার গাজোল ও পুরাতন মালদহ ব্লকের সবচেয়ে বেশি আলু চাষ হয়। বামনগোলা, হবিবপুর রতুয়া সহ অন্যান্য ব্লকে কিছু পরিমাণে আলু চাষ করে থাকেন কৃষকেরা।

advertisement

চলতি মরশুমে মালদহ জেলায় দশ হাজার ১১৬ হেক্টর জমিতে আলু চাষ হয়েছিল। ৯৫ শতাংশ জমিতে আলুর ফলন হয়েছে। মালদহ জেলায় আলুর ফলন হয়েছে ২ লক্ষ ৯৫ হাজার ৬৮৯ মেট্রিক টন। যা স্বাভাবিক আলু উৎপাদনের থেকে আট শতাংশ বেশি ফলন হয়েছে। এই বেশি ফলন হওয়ার ফলে সমস্যায় পড়েছেন জেলার আলু চাষিরা।মালদহ জেলায় মোট ১৫টি হিমঘর রয়েছে। কুড়ি শতাংশ হিমঘরগুলিতে আলু মজুতের জায়গা রয়েছে। প্রত্যেক কৃষক সর্বোচ্চ ২৫ কুইন্টাল করে আলু রাখতে পারবেন হিমঘরে এমনই নির্দেশিকা রয়েছে প্রশাসনের।

advertisement

আরও পড়ুন: Howrah News: এলাকার প্রাচীন মন্দির, এখানেই সেই ইতিহাস! অবশিষ্ট জানলে চুরি হবে ঘুম

View More

এই বছর ভালো ফলন হওয়ায় অতিরিক্ত আলুর দাম মিলছে না এদিকে মজুদ রাখার সুযোগও পাচ্ছেন না কৃষকেরা তাই নিয়ে চরম সমস্যায় পড়েছেন। তাই জেলার আলু চাষীদের পক্ষ থেকে সরকারি সহায়ক মূল্যে আলু কেনার দাবি উঠেছে। যদিও মালদহ জেলা কৃষি দফতরের কর্তারা বলেন, এই মুহূর্তে সরকারি সহায়ক মূল্যে আলু কেনার কোন পরিকল্পনা নেই সরকারের।

advertisement

আরও পড়ুন: Birbhum News: গরিবের রাজা রবিনহুড! দু'হাত নেই, মায়ার বাঁধনে অসহায়ের পরম বন্ধু জগন্নাথ

তবে আগামীতে এই ধরনের চিন্তাভাবনা রয়েছে। মালদহ জেলার কৃষি দফতরের আধিকারিক দেবনাথ মজুমদার বলেন, চলতি মরশুমে মালদহ জেলায় আলুর ফলন ভালো হয়েছে। কৃষকেরা হিমঘরে আলু মজুদ রাখছেন। তবে কোনো কৃষক যদি সমস্যায় পড়েন কৃষি দফতর থেকে তাদের সাহায্য করা হবে এমন নির্দেশিকা রয়েছে। তবে বর্তমানে সরকারি সহায়ক মূল্যে আলু কেনার কোন পরিকল্পনা নেই প্রশাসনের। আগামীতে এই ধরনের চিন্তাভাবনা করতে পারে রাজ্য সরকার।

advertisement

হরষিত সিংহ

বাংলা খবর/ খবর/মালদহ/
Potato Farming: ভাল ফলন, তবুও লোকসান! সরকারের কাছে সহায়ক মূল্যে আলু কেনার দাবি কৃষকের!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল