TRENDING:

Malda News: ভাইরাল গ্রামের খুদে শিশুদের ফুটবল খেলার ভিডিও! আগ্রহ বাড়াতে, সাহায্যের হাত মালদহ পুলিশের!

Last Updated:

Malda News : প্রত্যন্ত আদিবাসী গ্রামের কয়েকজন খুদেদের ফুটবল খেলার ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। তা দেখেই এগিয়ে এল মালদা পুলিশ!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মালদহ:  খালি পায়ে একের পর এক ফুটবল শর্ট মারছিল মিল্টন। গোল পয়েন্টে দাঁড়িয়ে শিবা কখন ডান দিকে আবার কখন বাঁদিকে শূন্যে ঝাঁপ দিয়ে বল আটকে নিচ্ছে। প্রত্যন্ত আদিবাসী গ্রামের কয়েকজন খুদেদের এমনই এক ফুটবল খেলার ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মাধ্যমে। ভাইরাল ভিডিও দেখে ক্ষুদে ফুটবল দের খোঁজ শুরু করে মালদহ জেলা পুলিশ। মালদহের হবিবপুর থানার আইহো গ্রাম পঞ্চায়েতের উপর কেন্দুয়া আদিবাসী গ্রামে বাড়ি ওই খুদেদের। গোটা গ্রামের প্রায় ১০ থেকে ১১ জন খুদে নিয়মিত বাড়ির পাশের মাঠে নিজেদের মত করে ফুটবল খেলে।
জেলা পুলিশের পক্ষ থেকে খুদেদের ফুটবল খেলার সামগ্রী বিলি
জেলা পুলিশের পক্ষ থেকে খুদেদের ফুটবল খেলার সামগ্রী বিলি
advertisement

স্কুল থেকে বাড়ি ফিরে নিয়মিত তারা খেলে। গ্রামের বড়দের মধ্যে মাঝে মধ্যেই মাঠে ফুটবল ম্যাচ হয়। সেই খেলা মনযোগ সহকারে দেখে এই খুদেরা। তারপর মাঠ ফাঁকা হলে বড়দের পুরাতন বল নিয়ে মাঠে নেমে পড়ে।মিল্টন, শিবা, লক্ষণ বিকাশ এদের প্রত্যেকের মধ্যে ফুটবল খেলার আগ্রহ রয়েছে। তাই সোশ্যাল মাধ্যমে ভিডিও ভাইরাল হতেই খুদেদের ফুটবলে আরো উৎসাহিত করতে এগিয়ে আসল মালদহ জেলা পুলিশ।

advertisement

আরও পড়ুন: পুজোর আগেই কী বাড়বে মদের দাম? কী বলছে সূত্রের খবর! জানুন

সোশ্যাল মাধ্যমে ভিডিও দেখে খুদেদের বাড়ির ঠিকানা খোঁজ করার নির্দেশ দেন জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব। সেই মত হবিবপুর থানার আইসি সুবীর কর্মকার নিজে খোঁজখবর নিয়ে উপরকেন্দুয়া গ্রামে গিয়ে খুদেদের একত্রিত করেন। শুক্রবার বিকেলে জেলা পুলিশ ও হবিবপুর থানার পুলিশের পক্ষ থেকে গ্রামের ১১ জন খুদে কে ফুটবল খেলার সামগ্রী প্রদান করা হয়। উপস্থিত ছিলেন মালদহ জেলা পুলিশের ডেপুটি পুলিশ সুপার ( আইনশৃঙ্খলা) মহম্মদ আজহারউদ্দিন, হবিবপুর থানার আইসি সুবীর কর্মকার সহ অন্যান্য পুলিশ কর্তা আধিকারিকেরা। ১১ জন শিশুকে জার্সি , ফুটবল খেলার জুতো ও ফুটবল দেওয়া হয়। আগামীতে তারা যেন আরো ভাল করে ফুটবল খেলায় মনযোগী হতে পারে সেই লক্ষ্যে জেলা পুলিশের এমন উদ্যোগ। মালদহ জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব বলেন, ছোট ছোট শিশুদের মধ্যে উৎসাহ বাড়াতে এমন উদ্যোগ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

হরষিত সিংহ

বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: ভাইরাল গ্রামের খুদে শিশুদের ফুটবল খেলার ভিডিও! আগ্রহ বাড়াতে, সাহায্যের হাত মালদহ পুলিশের!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল