Midnapore News | liquor price : পুজোর আগেই কী বাড়বে মদের দাম? কী বলছে সূত্রের খবর! জানুন

Last Updated:

Midnapore News | liquor price : সামনেই পুজো। তার আগেই কী ফের দাম বেড়ে যাবে মদের? সুরা প্রেমিদের কথা মাথায় রেখে কী ভাবা হচ্ছে? কবে থেকে বাড়বে দাম? জানুন বিস্তারিত

পূজোয় দাম বাড়ছে না মদের 
পূজোয় দাম বাড়ছে না মদের 
#পশ্চিম মেদিনীপুর : মহা দুশ্চিন্তায় পড়েছিলেন সুরা প্রেমীরা! পুজোর আগেই দেশি ও বিদেশি মদের দাম বাড়তে পারে বলে ছড়িয়েছিল জল্পনা। বাড়ার কথা ছিল ১৫ সেপ্টেম্বর থেকেই। তবে, সুরাপায়ীদের স্বস্তি দিয়ে গতকাল থেকে বাড়েনি দাম। এমনকি, আবগারি দদফতর সূত্রে জানা গেছে আপাতত দাম বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে। দফতরের আধিকারিকরা মনে করেছেন, হঠাৎ করে দাম বাড়ালে মদের বিক্রিতে ধাক্কা খেতে পারে! এই আশঙ্কাতেই কি আপাতত দামবৃদ্ধির বিষয়টি স্থগিত রাখা হল বলে মনে করা হচ্ছে!
আবগারি দফতরের এক কর্তার কথায়, "পুজোয় সময় মদের চাহিদা বেশি থাকে। সেই সময় একটু বেশি টাকা মানুষ খরচ করেই থাকেন। সেটা সমস্যার নয়। সমস্যাটা হল, নতুন দামের মদ দোকানে দোকানে পৌঁছে দেওয়া নিয়ে। এখনও বহু দোকানেই বর্তমান দামের মদের স্টক রয়েছে। সেটা শেষ না হওয়া পর্যন্ত আপাতত দাম বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত রাখা হল।" যদিও, একটি সুত্রের মতে, সরকারের কোষাগারের অবস্থা- 'ভাঁড়ে মা ভবানী!" এই পরিস্থিতিতে ভরসা আবগারি দফতরই। তাই, হঠাৎ করে দাম বাড়ালে, মদের বিক্রি কমেও যেতে পারে, এই কারণেই আপাতত দাম বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে।
advertisement
advertisement
তবে, আবগারি দফতর সূত্রে খবর, পুজো মিটলে সামনের মাসের মাঝামাঝি সময় দামবৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর করা হতে পারে। সেক্ষেত্রে অক্টোবরের মাঝামাঝি বা নভেম্বরের শুরুতে দাম বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য যে, গত বছরে বিলিতি মদের দাম অনেকটাই কমিয়েছিল রাজ্য। ২০২১ সালের ১৬ নভেম্বর থেকে ভারতে তৈরি বিলিতি মদের দাম কমানো হয়েছিল। সেই দাম ১৫ সেপ্টেম্বর থেকে বাড়ানো হতে পারে বলেই খবর ছিল আবগারি দফতর সূত্রে। সূত্র খবর, অনেক দিন ধরেই মদ উৎপাদনকারীরা দাম বাড়ানোর কথা বলছিলেন। কিন্তু, বাজার পড়ে যাওয়ার সম্ভাবনায় তাতে অনুমতি দেয়নি আবগারি দফতর। পাশাপাশিই, এও জানানো হয়, গত বছর নভেম্বরের আগে দাম যত ছিল, এ বার দাম বাড়িয়ে ততটা করা হবে না! দাম তার চেয়ে কমই রাখা হবে। তবে, এখনই দাম না বাড়ায়, পুজোর আগে কিছুটা হলেও স্বস্তিতে সুরা প্রেমিরা!
advertisement
Partha Mukherjee 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Midnapore News | liquor price : পুজোর আগেই কী বাড়বে মদের দাম? কী বলছে সূত্রের খবর! জানুন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement