পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে মৃত বৃদ্ধার নাম গুণমণি শীল (৭০)।পুরাতন মালদহ পুরসভার অন্তর্গত ১৫ নম্বর ওয়ার্ডের মঙ্গলবাড়ী আদর্শ পল্লী এলাকার বাসিন্দা। এদিন রাতে বাড়িতে একা ছিলেন তিনি। বাড়ির সামনের দরজায় তালা দেওয়া ছিল। ফাঁকা বাড়িতে দুষ্কৃতীরা ঢুকে। এরপর তিনটি ঘরে লুটপাট চালায়। তারপর বৃদ্ধকে খুন করে পালিয়ে যায় দুষ্কৃতীরা।
advertisement
আরও পড়ুন - Queen Elizabeth II-র প্রয়াণ, কিং চার্লসের জন্য এবার বদলে যাবে জাতীয় সঙ্গীতও
মৃত বৃদ্ধর ছেলে পার্থসারথী শীল বাইরে থেকে বাড়ি ফিরলে ভেতর থেকে দরজা বন্ধ দেখতে পায়। অনেক ডাকাডাকি করলেও কোন সাড়া না পেলে গোপন জায়গা থেকে চাবি বের করে এবং দরজা খুলতেই আঁতকে ওঠেন।দেখেন তিনটি ঘরেই জিনিসপত্র আলমারির শোকেস লণ্ডভণ্ড অবস্থায় পড়ে রয়েছে। ঘরের ভেতরে তার বাবা রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। বাড়ির তিনটি ঘর লণ্ডভণ্ড অবস্থায় পড়ে থাকতে দেখে। তারপরেই ছেলে অনুমান করে খুন করেছে জিনিসপত্র লুঠ করে পালিয়েছে দুষ্কৃতীরা। ছেলে চিৎকার করে পাড়া প্রতিবেশীদের ডাকে।
আরও পড়ুন - চুরি ডাকাতি ঠেকাতে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক পুলিশের, জোর সি সি ক্যামেরায়
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মালদহ থানার আই সি হীরক বিশ্বাস সহ পুলিশবাহিনী। জনবহুল এলাকায় এরকম ঘটনা হওয়ায় এলাকাবাসী আতঙ্কিত। ঘটনাকে কেন্দ্র করে এদিন রাত থেকে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে। ডেপুটি পুলিশ সুপার( আইন শৃঙ্খলা) আজাহারুদ্দিন খান বলেন,এক বৃদ্ধর খুন হয়েছে। সমস্তটা তদন্ত করা হচ্ছে। দুষ্কৃতীদের খোঁজ শুরু হয়েছে। ঠিক কি হয়েছে এখনও জানা যায়নি।
Harashit Singha






