Queen Elizabeth II-র প্রয়াণ, কিং চার্লসের জন্য এবার বদলে যাবে জাতীয় সঙ্গীতও

Last Updated:

এখনও অবধি রাণি এলিজাবেথ ২-র ছবিই রয়েছে ব্রিটিশ কারেন্সিতে৷ এছাড়াও তাঁর ছবি রয়েছে পোস্টেজ স্ট্যাম্পে৷ এগুলি সবই নতুনভাবে ডিজাইন করা হবে৷

queen elizabeth's death
queen elizabeth's death
#লন্ডন: রাণি এলিজাবেথ ২-র মৃত্যুর পর  ব্রিটেনের রোজকার জীবনে বেশ কয়েকটি বদল আসতে চলেছে৷ নতুন রাজাকে স্বাগত জানাবে ব্রিটেনবাসী৷ রাজা হবেন এলিজাবেথের ছেলে কিং চার্লস ৩৷ তাঁর মায়ের মৃত্যুর পর সিংহাসনের দায়িত্ব তিনি৷ বৃহস্পতিবার রাণি এলিজাবেথ ২ মারা গেছেন৷
এখনও অবধি রাণি এলিজাবেথ ২-র ছবিই রয়েছে ব্রিটিশ কারেন্সিতে৷ এছাড়াও তাঁর ছবি রয়েছে পোস্টেজ স্ট্যাম্পে৷ এগুলি সবই নতুনভাবে ডিজাইন করা হবে৷
কিন্তু একটা বদল খুবই গুরুত্বপূর্ণ সেটা হল ন্যাশানাল অ্যান্থেম বা জাতীয় সঙ্গীত৷
advertisement
১৯৫২ থেকে এই প্রথমবার ইংলিশ স্পোর্টস দুনিয়ায় সবচেয়ে বড় প্রভাব ফেলতে চলেছে৷ “God save the queen,”- এবার বদলে যাবে৷ ম্যাচের আগে এই গানটি-র বদলে গাওয়া হবে এই গানই নতুন শব্দ দিয়ে৷ এখন থেকে কুইনের জায়গায় কিং শব্দটি আসবে৷ (স্কটিশ ও ওয়েলশ ফ্যানরা এই গান গায় না)
advertisement
ব্রিটিশ ন্যাশানাল অ্যান্থম - “God Save the Queen” - ‘‘গড সেভ দ্য কুইন’’ থেকে এখন হতে চলেছে  “God Save the King,”- অর্থাৎ ‘‘গড সেভ দ্য কিং’’- এটা চিরকালই ব্রিটেনে হয় কার রাজত্ব চলছে তার ওপর নির্ভর করে৷ একাধিক কমনওয়েলথ দেশে এই গান রয়্যাল অ্যান্থেম হিসেবে ব্যবহার হয়৷  এটা কোনও আইনে লেখা নেই৷ কতটা বদলায় এই গান৷ ট্র্যাডিশানাল রীতি মেনে এইভাবে গানের প্রথম পরিচ্ছেদ রাখা হয়, তাহল
advertisement
God save our gracious king!
Long live our noble king!
God save the king!
Send him victorious,
Happy and glorious,
Long to reign over us,
God save the king.
advertisement
অর্থাৎ
গড সেভ আওয়ার গ্রেসিয়াস কিং!
লং লিভ আওয়ার নোবেল কিং!
গড সেভ দ্য কিং!
সেন্ড হিম ভিকট্রিয়াস,
হ্যাপি অ্যান্ড গ্লোরিয়াস,
লং টু রেইন ওভার আস,
গড সেভ দ্য কিং৷
তবে এখন সবচেয়ে বড় প্রশ্ন যদি ফ্যানরা নতুন গান শুরু করেন তাহলে সেটা কবে থেকে হবে৷ নাকি তাঁরা রাণিকে সম্মান জানাতে এখনও কিছুদিন অর্থাৎ শেষকৃত্য না হওয়া অবধি এই গানটিই গাইবে৷ এটা ভালোভাবে বোঝা যাবে ইংল্যান্ড বনাম ইতালি ম্যাচে৷ যেটা ২৩ সেপ্টেম্বরে মিলানে খেলা হবে৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Queen Elizabeth II-র প্রয়াণ, কিং চার্লসের জন্য এবার বদলে যাবে জাতীয় সঙ্গীতও
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement