#লন্ডন: রাণি এলিজাবেথ ২-র মৃত্যুর পর ব্রিটেনের রোজকার জীবনে বেশ কয়েকটি বদল আসতে চলেছে৷ নতুন রাজাকে স্বাগত জানাবে ব্রিটেনবাসী৷ রাজা হবেন এলিজাবেথের ছেলে কিং চার্লস ৩৷ তাঁর মায়ের মৃত্যুর পর সিংহাসনের দায়িত্ব তিনি৷ বৃহস্পতিবার রাণি এলিজাবেথ ২ মারা গেছেন৷
এখনও অবধি রাণি এলিজাবেথ ২-র ছবিই রয়েছে ব্রিটিশ কারেন্সিতে৷ এছাড়াও তাঁর ছবি রয়েছে পোস্টেজ স্ট্যাম্পে৷ এগুলি সবই নতুনভাবে ডিজাইন করা হবে৷
কিন্তু একটা বদল খুবই গুরুত্বপূর্ণ সেটা হল ন্যাশানাল অ্যান্থেম বা জাতীয় সঙ্গীত৷
১৯৫২ থেকে এই প্রথমবার ইংলিশ স্পোর্টস দুনিয়ায় সবচেয়ে বড় প্রভাব ফেলতে চলেছে৷ “God save the queen,”- এবার বদলে যাবে৷ ম্যাচের আগে এই গানটি-র বদলে গাওয়া হবে এই গানই নতুন শব্দ দিয়ে৷ এখন থেকে কুইনের জায়গায় কিং শব্দটি আসবে৷ (স্কটিশ ও ওয়েলশ ফ্যানরা এই গান গায় না)
আরও পড়ুন - স্বামী দাঁতের ডাক্তার, ১২ পাস বউ চাকরি পায়নি বলে গঞ্জনা, নদীতে ঝাঁপ গৃহবধূর
God save our gracious king!Long live our noble king!God save the king!Send him victorious,Happy and glorious,Long to reign over us,God save the king.
আরও পড়ুন - Weather Alert: আজ রাত পোহালেই আবহাওয়ার ১৮০ ডিগ্রি নাটকীয় বদল, প্রবল হাওয়া-বৃষ্টিতে টালমাটাল হবে জীবন
অর্থাৎগড সেভ আওয়ার গ্রেসিয়াস কিং!লং লিভ আওয়ার নোবেল কিং!গড সেভ দ্য কিং!সেন্ড হিম ভিকট্রিয়াস,হ্যাপি অ্যান্ড গ্লোরিয়াস,লং টু রেইন ওভার আস,গড সেভ দ্য কিং৷তবে এখন সবচেয়ে বড় প্রশ্ন যদি ফ্যানরা নতুন গান শুরু করেন তাহলে সেটা কবে থেকে হবে৷ নাকি তাঁরা রাণিকে সম্মান জানাতে এখনও কিছুদিন অর্থাৎ শেষকৃত্য না হওয়া অবধি এই গানটিই গাইবে৷ এটা ভালোভাবে বোঝা যাবে ইংল্যান্ড বনাম ইতালি ম্যাচে৷ যেটা ২৩ সেপ্টেম্বরে মিলানে খেলা হবে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।