TRENDING:

Malda News: ট্রেনের কামরার ভিতরেই সুস্বাদু খাবারের রেস্তোরাঁ, অভিনব উদ্যোগ মালদহে

Last Updated:

ট্রেনের কামরায় মিলবে আপনার পছন্দের খাবার। এমনি নয়া উদ্যোগ গ্রহণ করছে মালদহ রেল ডিভিশনের কর্তারা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মালদহ: রেস্টুরেন্টে আপনি ট্রেনে বসেই সুস্বাদু খাবার খেতে পারার সুযোগ। ট্রেনের কামরায় মিলবে আপনার পছন্দের খাবার। এমনি নয়া উদ্যোগ গ্রহণ করছে মালদহ রেল ডিভিশনের কর্তারা। বাতিল হয়ে যাওয়া কামরায় তৈরি করা হবে আধুনিক রেষ্টুরেন্টে। মালদহ টাউন স্টেশন চত্বরে অভিনব এই রেস্টুরেন্ট তৈরি প্রক্রিয়া ইতিমধ্যে শুরু করা হয়েছে রেলের মালদহ ডিভিশনের পক্ষ থেকে।
advertisement

জায়গা পরিদর্শন থেকে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে শুরু হবে রেস্টুরেন্ট তৈরির কাজ। এই রেস্টুরেন্ট চালু হলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা রেল যাত্রীদের খাবারের সুবিধা হবে। পাশাপাশি মালদহ শহরের সাধারণ মানুষ এখানে আসতে পারবেন।

আরও পড়ুন: গোটা দেশের মতো স্কুলের বার্ষিক পরীক্ষা মার্চেই হবে, জম্মু-কাশ্মীর সরকারের নয়া সিদ্ধান্ত

advertisement

মালদ টাউন রেল স্টেশন গৌড়বঙ্গের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম রেল স্টেশন। উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তের কয়েক হাজার রেল যাত্রী এই রেল স্টেশনের উপর নির্ভরশীল। মালদহ টাউন রেল স্টেশনে খাবারের একাধিক দোকান রয়েছে স্টল রয়েছে ।তবে নেই কোন রেস্টুরেন্ট। যেখানে মানুষ বিভিন্ন ধরনের খাবারের স্বাদ পাবেন। রেলের পক্ষ থেকেই যাত্রীদের সুবিধার জন্য মালদহ টাউন রেল স্টেশন চত্বরে আধুনিক একটি রেস্টুরেন্ট তৈরি করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

advertisement

View More

আরও পড়ুন: শরীরে সঙ্গীর আদর-কামড়ের দাগ নিয়ে চিন্তিত? নিমেষে দাগ দূর করার উপায় জানুন

মালদহ রেল ডিভিশন সূত্রে জানা গিয়েছে, এই আধুনিক রেস্টুরেন্ট তৈরির জন্য দুইটি রেলের বাতিল কামরা ব্যবহার করা হবে। কামরা দুটিকে রেস্টুরেন্টের আকারে সাজানো হবে। কামরার ভেতরেই থাকবে বসে খাবারের ব্যবস্থা। কামরার বাইরের দিকটাও সুন্দর করে সাজানো হবে। রেলের কামরা দিয়ে তৈরি আধুনিক এই রেস্টুরেন্টের ডিজাইন ইতিমধ্যে তৈরি করা হয়েছে। টেন্ডার প্রক্রিয়ায় সম্পন্ন করা হয়েছে রেলের পক্ষ থেকে। রেলের কর্তারা জানান আগামী দুই থেকে তিন মাসের মধ্যেই মালদহ টাউন রেল স্টেশনের চালু হবে আধুনিক এই রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে বিভিন্ন পদের খাবার মিলবে। রেলযাত্রীরা বাইরে কোথাও না গিয়ে রেল স্টেশন চত্বরে ভালো খাবার পাবেন এই রেস্টুরেন্ট থেকে। শুধু তাই নয় সাধারণ মানুষের যেতে পারবেন এখানে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নবাবের শহর থেকে রাজধানীর পথে মুর্শিদাবাদের রুদ্রাক্ষী, স্বপ্নকে আঁকড়ে ধরে জীবনযুদ্ধে জয়
আরও দেখুন

হরষিত সিংহ 

বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: ট্রেনের কামরার ভিতরেই সুস্বাদু খাবারের রেস্তোরাঁ, অভিনব উদ্যোগ মালদহে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল