জায়গা পরিদর্শন থেকে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে শুরু হবে রেস্টুরেন্ট তৈরির কাজ। এই রেস্টুরেন্ট চালু হলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা রেল যাত্রীদের খাবারের সুবিধা হবে। পাশাপাশি মালদহ শহরের সাধারণ মানুষ এখানে আসতে পারবেন।
আরও পড়ুন: গোটা দেশের মতো স্কুলের বার্ষিক পরীক্ষা মার্চেই হবে, জম্মু-কাশ্মীর সরকারের নয়া সিদ্ধান্ত
advertisement
মালদ টাউন রেল স্টেশন গৌড়বঙ্গের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম রেল স্টেশন। উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তের কয়েক হাজার রেল যাত্রী এই রেল স্টেশনের উপর নির্ভরশীল। মালদহ টাউন রেল স্টেশনে খাবারের একাধিক দোকান রয়েছে স্টল রয়েছে ।তবে নেই কোন রেস্টুরেন্ট। যেখানে মানুষ বিভিন্ন ধরনের খাবারের স্বাদ পাবেন। রেলের পক্ষ থেকেই যাত্রীদের সুবিধার জন্য মালদহ টাউন রেল স্টেশন চত্বরে আধুনিক একটি রেস্টুরেন্ট তৈরি করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
আরও পড়ুন: শরীরে সঙ্গীর আদর-কামড়ের দাগ নিয়ে চিন্তিত? নিমেষে দাগ দূর করার উপায় জানুন
মালদহ রেল ডিভিশন সূত্রে জানা গিয়েছে, এই আধুনিক রেস্টুরেন্ট তৈরির জন্য দুইটি রেলের বাতিল কামরা ব্যবহার করা হবে। কামরা দুটিকে রেস্টুরেন্টের আকারে সাজানো হবে। কামরার ভেতরেই থাকবে বসে খাবারের ব্যবস্থা। কামরার বাইরের দিকটাও সুন্দর করে সাজানো হবে। রেলের কামরা দিয়ে তৈরি আধুনিক এই রেস্টুরেন্টের ডিজাইন ইতিমধ্যে তৈরি করা হয়েছে। টেন্ডার প্রক্রিয়ায় সম্পন্ন করা হয়েছে রেলের পক্ষ থেকে। রেলের কর্তারা জানান আগামী দুই থেকে তিন মাসের মধ্যেই মালদহ টাউন রেল স্টেশনের চালু হবে আধুনিক এই রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে বিভিন্ন পদের খাবার মিলবে। রেলযাত্রীরা বাইরে কোথাও না গিয়ে রেল স্টেশন চত্বরে ভালো খাবার পাবেন এই রেস্টুরেন্ট থেকে। শুধু তাই নয় সাধারণ মানুষের যেতে পারবেন এখানে।
হরষিত সিংহ