পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত শ্রমিকের নাম ছোট্টু মমিন। বাড়ি মালদহের মানিকচক থানার এনায়েতপুর এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত দুই মাস আগে অসমে শ্রমিকের কাজে গিয়েছিলেন। অসমের জোরহাট জেলায় রেল লাইনের কাজ চলছে। সেখানেই তার সংযোগের কাজ করছিল ছোট্টু। সোমবার রাত নাগাদ পরিবারের লোকেরা জানতে পারে দূর্ঘটনায় মৃত্যু হয়েছে তাঁর।
advertisement
জানা গিয়েছে, উপরে কাজ করার সময় হঠাৎ নীচে পড়ে যায় ছোট্টু। সেই সময় একটি চলন্ত ট্রেন তাঁকে ধাক্কা মারে। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয়। পরপর মালদহে পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনায় আতঙ্ক ছড়িয়ে। মৃতের বৌদি আমিনূর বিবি বলেন, সন্ধ্যা নাগাদ আমরা খবর পাই কর্মরত অবস্থায় দুর্ঘটনায় মৃত্যু হয়েছে আমার দেওরের। রেল লাইনের টাওয়ারের কাজে গিয়েছিল। এলাকায় কাজ না থাকায় বাইরে কাজ করতে যেতে হচ্ছে আমাদের পরিবারের পুরুষদের। কাজ করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল আমার দেওরের।
আরও পড়ুন, হবে ১৯ বছরের অপেক্ষার অবসান? ১০ গোল করা নর্থইস্ট চিন্তায় রাখছে ইস্টবেঙ্গল কোচকে
আরও পড়ুন, ‘আমি তো বিশ্ববিদ্যালয় গেলে শারীরিকভাবে নিগ্রহ হব’- রবীন্দ্র ভারতীর উপাচার্য
পরিযায়ী শ্রমিক থেকে তাদের পরিবারের একাংশ দাবি তুলছে এলাকায় সরকারিভাবে কোনও কাজের ব্যবস্থা করা হোক, তাহলে বাইরে আর যেতে হবে না তাদের কাজ করতে।
হরষিত সিংহ