পুরাতন মালদহের ছাতিয়ান মোড় এলাকার ঘটনা। পরিবার সূত্রে জানা গিয়েছে,মৃত গৃহবধূর নাম সোমা দে কর্মকার(২০)। গত দু'বছর আগে বিয়ে হয়। পরিবারের দুই মাসের এক কন্যা সন্তানে রয়েছে। স্বামী কৃষ্ণ কর্মকার পেশায় একজন স্বর্ণ ব্যবসায়ী।
আরও পড়ুন - ভক্তির পথে বড় ভূমিকা তুলসী পাতা! সেখানেই ঠাকুর-দেবতার মুখ ফুটিয়ে তোলেন শুভজিৎ
advertisement
জানা যায়, অন্যান্য দিনের মতো মঙ্গলবার রাতে বাড়িতে জল গরম করার জন্য গ্যাস ধরাতে গিয়েছিল। সেই সময় গ্যাসের আগুন ওই গৃহবধুর গায়ে লেগে যায় বলে পরিবার সূত্রে জানা যায়। গৃহবধূর চিৎকারে পরিবারের অন্যান্য সদস্যরা ছুটে আসে। তড়িঘড়ি গৃহবধূকে উদ্ধার করে রাতে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন - জেল থেকে পুলিশ হেফাজতে এসেই জ্বরে আক্রান্ত হলেন অনুব্রত মণ্ডল!
গৃহবধূর শরীরের প্রায় নব্বই শতাংশ পুড়ে গিয়েছিল এমনটাই চিকিৎসকেরা জানিয়েছেন। চিকিৎসা চলাকালীন ভোর রাতে মৃত্যু হয় ওই গৃহবধূর। ঘটনাকে ঘিরে মেয়ের বাড়ির পরিবার ও ছেলের পরিবারের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গের সামনে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃত গৃহবধুর পরিবারে। মৃতদেহটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃতের আত্মীয় সুমন্ত দে বলেন, ‘‘গ্যাসে জল গরম করতে গিয়েছিল। সেই সময় কাপড়ে আগুন ধরে যায়। গোটা শরীরে আগুন ছড়িয়ে পড়ে। দ্রুত হাসপাতালে ভর্তি করি।গভীর রাতে মৃত্যু হয়েছে।’’
Harashit Singha






