TRENDING:

Malda News: জাতীয় স্তরের তাইকোন্ড প্রতিযোগিতায় দুই বিভাগে পদক পেলেন মালদহের এই খুদে

Last Updated:

মালদহ শহরের ফুলবাড়ি এলাকায় বাড়ি প্রিয়দর্শনী রায়ের। বাবা পার্থরাই ব্যবসায়ী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মালদহ: জাতীয় স্তরে তাইকন্ড প্রতিযোগিতায় দুইটি বিভাগে পদক পেলেন মালদহের খুদে প্রতিযোগী প্রিয়দর্শিনী রায়। তাঁর এমন সাফল্য খুশি জেলার ক্রীড়াপ্রেমী থেকে পরিবার। সাব জুনিয়র ৩৮ কেজি কাউরোগি বিভাগে সোনা ও পুমউসে বিভাগে ব্রোঞ্জ জিতেছেন প্রিয়দর্শিনী। এছাড়াও মালদহের আরও এক প্রতিযোগী আকাশ সরকার পুমউসে সিনিয়র বিভাগে ব্রোঞ্জ পদক পেয়েছেন।‌
জাতীয় স্তরের তাইকোন্ড প্রতিযোগিতায় দুইটি পদক
জাতীয় স্তরের তাইকোন্ড প্রতিযোগিতায় দুইটি পদক
advertisement

অল ইন্ডিয়া গোর্খা অ্যাসোসিয়েশন ও দার্জিলিং তাইকোন্ডো অ্যাসোসিয়শনের উদ্যোগে এই প্রথম জাতীয় স্তরের তাইকন্ড প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। দার্জিলিং এর একটি বেসরকারি স্কুল ক্যাম্পাসে ৯ থেকে ১১ সেপ্টেম্বর এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন -  Durga Puja 2022: শোলার গ্রাম, তাই এখানে দুর্গা ঠাকুর সেজে ওঠেন ডাকের সাজের গয়নাতেই, প্রস্তুতি তুঙ্গে

advertisement

রাজ্য তথা দেশের একাধিক রাজ্যের প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। পশ্চিমবঙ্গের হয়ে বিভিন্ন জেলা থেকে অংশগ্রহণ করেন প্রতিযোগীরা। মালদহ জেলার চার জন রাজ্যের হয়ে অংশগ্রহণ করেন। সর্বভারতীয় স্তরে এই তাইকোন্ডো প্রতিযোগিতায় পুমউসে ও কাউরোগি বিভাগে খেলা হয়। মালদহের চারজন প্রতিযোগীর মধ্যে প্রিয়দর্শনীরাই দুটি ইভেন্টে খেলে সোনা ও ব্রোঞ্জ জয় করেছেন। তার এমন সাফল্যে খুশি কোচ। এই প্রথম নয় জাতীয় ও রাজ্য স্তরের একাধিক প্রতিযোগিতায় এর আগেও একাধিক সাফল্য পেয়েছেন প্রিয়দর্শিনী।

advertisement

View More

আরও পড়ুন -  Durga Puja 2022: জমিদার বাড়ির পুজো, মা এখানে মেয়ের রূপে, স্বপ্নাদেশেই পুজোর শুরু

মালদহ শহরের ফুলবাড়ি এলাকায় বাড়ি প্রিয়দর্শনী রায়ের। বাবা পার্থরাই ব্যবসায়ী। প্রিয়দর্শনী মালদহ শহরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্রী। প্রিয়দর্শিনীর বাবা পার্থ রায় বলেন, মেয়ের এমন সাফল্যে আমরা খুশি। আমরা চাই আগামীতে আরো বড় স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সাফল্য। তার জন্য সব রকমের সহযোগিতা পরিবারের পক্ষ থেকে করা হচ্ছে।

advertisement

মালদহ তাইকোন্ডো অ্যাসোসিয়েশনের সম্পাদক মোঃ সামিউল ইসলাম বলেন, বিভিন্ন প্রতিকূলতার মধ্যে দিয়ে কঠোর পরিশ্রমের ফল এই সোনা ও ব্রোঞ্জ পদক। আগামীতে এরা আরও বড় স্তরে মালদা জেলার নাম উজ্জ্বল করতে সমর্থক হবেন এটাই আমি চাই। সোনার মেয়ে প্রিয়দর্শনী দুইটি বিভাগের দেশের প্রায় সমস্ত রাজ্যের প্রতিযোগীদের হারিয়ে এ পদক অর্জন করেছেন। এর আগেও প্রিয়দর্শিনী একাধিক পদক জিতেছে। তবে আকাশ সরকার তার প্রথম প্রতিযোগিতায় নেমেই পদক এনেছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নবাবের শহর থেকে রাজধানীর পথে মুর্শিদাবাদের রুদ্রাক্ষী, স্বপ্নকে আঁকড়ে ধরে জীবনযুদ্ধে জয়
আরও দেখুন

Harshit Singh

বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: জাতীয় স্তরের তাইকোন্ড প্রতিযোগিতায় দুই বিভাগে পদক পেলেন মালদহের এই খুদে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল