Durga Puja 2022: শোলার গ্রাম, তাই এখানে দুর্গা ঠাকুর সেজে ওঠেন ডাকের সাজের গয়নাতেই, প্রস্তুতি তুঙ্গে
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
পদ্মফুল না হলে দুর্গাপুজো হয়না। মঙ্গলঘটে লাগে শোলার কদমফুল। এবার বায়নাও বেশি। মালাকার পাড়ায় এখন রাতদিনের ব্যস্ততা।
#ব্যান্ডেল : ব্যান্ডেলের মালাকার পাড়ায় এখন রোজই পুজো। শোলার মুকুট থেকে কদমফুল। সবই তৈরি হয় এখানে। ডাকের সাজের প্রতিমা। মায়ের সব গয়নাই শোলার। শোলার কাজেই সেজে ওঠে মৃন্ময়ী। মায়ের ভূবনমোহিনী রূপ।
মৃন্ময়ী মায়ের চিন্ময়ী রূপ। বাতাসে আগমনী বন্দনা। ব্যান্ডেলের কেয়টা মালাকার পাড়াতেও এখন পুজোর তোড়জোড়। মাতৃবন্দনার প্রস্তুতি। মালাকার পাড়ার ঘরে ঘরে শোলার কারিগর। বাপ ঠাকুরদার আমলের ব্যবসা। তাদের হাতেই তালিম। শোলার চাঁদমালা থেকে কদমফুল, মুকুট, ডাকের সাজ।
advertisement
advertisement
একসময় এসবই তৈরি হতো মালাকার পাড়ায়। এখন অনেক পরিবারই শোলার কাজ ছেড়ে অন্য পেশা বেছে নিয়েছেন। মালাকার পাড়ার সাত আট ঘরেই বেঁচে রয়েছে প্রাচীন এই শিল্প।
পদ্মফুল না হলে দুর্গাপুজো হয়না। মঙ্গলঘটে লাগে শোলার কদমফুল। এবার বায়নাও বেশি। মালাকার পাড়ায় এখন রাতদিনের ব্যস্ততা।পুজো আসছে। পুজো ভাসছে। মনে মনে, মেঘে মেঘে। ব্যান্ডেলের মালাকার পাড়ার ঘরে ঘরে এখন পুজোর প্রস্ততির জোর ব্যস্ততা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 14, 2022 2:59 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2022: শোলার গ্রাম, তাই এখানে দুর্গা ঠাকুর সেজে ওঠেন ডাকের সাজের গয়নাতেই, প্রস্তুতি তুঙ্গে

