চলতি মরশুমে গোপালপুর পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা জুড়ে শুরু হয়েছে ব্যাপক হারে গঙ্গার ভাঙন। ভাঙনের কবলে বাড়িঘর বিলীন হয়ে যাওয়ার আগেই সতর্ক হয়ে নদীর পাড় থেকে সরে যাচ্ছেন বাসিন্দারা। এ এক ভয়ঙ্কর চিত্র ভাঙন দূর্গতদের।নদী ভাঙন মালদহের একটি বড় সমস্যা। প্রতিবছর মালদহের গঙ্গা তীরবর্তী বিস্তৃতি এলাকা জুড়ে ভাঙন হচ্ছে। তবে সাধারণ মানুষের সমস্যার সমাধান হয়নি। প্রতিশ্রুতিই সার, নেই কোনো সুরাহা। মালদহের গঙ্গার তীরবর্তী অবস্থিত মানিকচক ব্লকের গোপালপুর পঞ্চায়েতের উত্তর হুকুমতটোলা গ্রাম। গত কয়েক বছর ধরেই ভাঙন হচ্ছে এলাকায়। দ্রুত বাঁধ সংস্কারের দাবি তুলেছেন বাসিন্দারা। না হলে প্লাবিত হতে পারে শহরও বলে আশঙ্কা নদী তীরবর্তী বাসিন্দাদের। জেলার সদর ইংরেজবাজার থেকে মাত্র ২০ কিমি দূরত্বে অবস্থিত গঙ্গার তীরবর্তী এই গ্রাম।
advertisement
আরও পড়ুন:
দীর্ঘদিনের এই সমস্যা থেকে মুক্তি পেতে একাধিক বার ব্লক প্রশাসন থেকে শুরু করে জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন গ্রামবাসী। প্রতিশ্রুতি মিললেও মেলেনি সুরাহা।গঙ্গা ভাঙনের স্থায়ী সমাধানের দাবি তুলে আন্দোলন বিক্ষোভ এমনকি পথ অবরোধ পর্যন্ত করেছেন বাসিন্দারা। প্রশাসনিক কর্মকর্তাদের আশ্বাস মিলেছে আন্দোলনের জেরে। স্থানীয় বাসিন্দা আব্দুল বারেক বলেন, গত কুড়ি বছর ধরে এখানে বসবাস করছি। এখন ভাঙনের কবলে ভিটে মাটি গঙ্গা গর্ভে চলে যাচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে কোন উদ্যোগ গ্রহণ করেছে না। বাঁধের কাজ না হলে সমস্যা আরো আগামিতে বৃদ্ধি পাবে। নদী বাঁধের খুব কাছে এগিয়ে এসছে গঙ্গা। প্রশাসনের পক্ষ থেকে সংস্কার না করলে যে কোন মুহূর্তে ভাঙনের কবলে পড়তে পারে বাঁধ। এই বাঁধ ভেঙে গেলে মানিকচক ও ইংরেজবাজার ব্লকের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হবে।
হরষিত সিংহ