বর্তমানে উত্তর মালদহের গুরুত্বপূর্ণ রেল স্টেশন সামসি। সেখানে উত্তরবঙ্গ এক্সপ্রেস ট্রেনের স্টপেজ দেওয়ায় আরও গুরুত্ব বৃদ্ধি পাবে। এছাড়াও অনান্য দূরপাল্লার ট্রেনগুলি হরিশ্চন্দ্রপুর ও একলাখি স্টেশনে দাঁড়ানোয় উত্তর মালদহের ট্রেন যাত্রীদের অনেকটাই সুবিধা হবে। ভারতীয় রেলের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তি জারি করে এই নির্দেশিকা দেওয়া হয়েছে।১৩০৫৩হাওড়া - রাধিকাপুর কুলিক এক্সপ্রেস (০২.০৫.২০২৩ থেকে যাত্রা শুরু হচ্ছে) এবং ১৩০৫৪ রাধিকাপুর-হাওড়া কুলিক এক্সপ্রেস (০২.০৫.২০২৩ থেকে যাত্রা শুরু হচ্ছে) হরিশ্চন্দ্রপুর স্টেশনে ১৭.১০ এ পৌঁছবে। ১৫৬৪৩ পুরী – কামাখ্যা সাপ্তাহিক এক্সপ্রেস (০৬.০৫.২০২৩ থেকে যাত্রা শুরু হচ্ছে) এবং ১৫৬৪৪ কামাখ্যা-পুরী সাপ্তাহিক এক্সপ্রেস (০৪.০৫.২০২৩ থেকে যাত্রা শুরু হচ্ছে) হরিশ্চন্দ্রপুর স্টেশনে ১৫.৫৫ এ পৌঁছবে। ১৩১৬৯ শিয়ালদহ - সহরসা হাট বাজার এক্সপ্রেস (০২.০৫.২০২৩ থেকে যাত্রা শুরু হচ্ছে) এবং ১৩১৭০ সহরসা - শিয়ালদহ হাট বাজার এক্সপ্রেস একলাখি স্টেশনে ০৩.০৫এ পৌঁছাবে৷
advertisement
১৩০৬৩হাওড়া - বালুরঘাট এক্সপ্রেস (০৩.০৫.২০২৩ থেকে যাত্রা শুরু হচ্ছে) এবং ১৩০৬৪বালুরঘাট - হাওড়া এক্সপ্রেস (০৩.০৫.২০২৩ থেকে যাত্রা শুরু হচ্ছে) একলাখি স্টেশনে ১৫.৫৩ টায় পৌঁছবে৷
১৩১৪৭ শিয়ালদহ - বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস ( ০৩.০৫.২০২৩ থেকে যাত্রা শুরু হচ্ছে) এবং ১৩১৪৮ বামনহাট - শিয়ালদহ উত্তরবঙ্গ এক্সপ্রেস ( ০৩.০৫.২০২৩থেকে এবং ০৩.০৫.২০২৩ থেকে যাত্রা শুরু হচ্ছে) সামসি স্টেশনে ০৩.০৮এ পৌঁছবে৷
হরষিত সিংহ






