TRENDING:

Malda News: পুজো মণ্ডপে পছন্দের বই পড়ার সুযোগ, মালদহের বেলতলা ক্লাবের পুজোর থিম গ্রন্থাগার

Last Updated:

Malda News: পুজোয় ঠাকুর দেখার সঙ্গী হোক বই! মানুষ এই মণ্ডপেই কাটিয়ে ফেলছেন ঘণ্টার পর ঘণ্টা!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মালদহ:  দুর্গা পুজোয় ঘুরতে বেরিয়ে প্রতিমা থিমের মণ্ডপ দর্শনের পাশাপাশি পছন্দের বই পড়ার সুবর্ণ সুযোগ মালদহের বেলতলা ক্লাবে। এই বছর বেলতলা ক্লাবের থিম গ্রন্থাগার। গ্রন্থাগারের আদলেই তৈরি করা হয়েছে মণ্ডপ। মণ্ডপের চারদিকে বইয়ের সেলফ সাজানো। সাহিত্য ইতিহাস উপন্যাস থেকে শুরু করে বিভিন্ন বইয়ের কালেকশন রয়েছে এই বেলতলা ক্লাবের পূজা মণ্ডপে। এমনকি মণ্ডপের ভেতরেই বই পড়ার জন্য রয়েছে টেবিল চেয়ার। ঠিক যেমন একটি লাইব্রেরীতে থাকে। লাইব্রেরীর পরিবেশকে প্রাধান্য দেওয়া হয়েছে এবারের বেলতলা ক্লাবের পুজোর থিমে। কারণ ডিজিটাল যুগে বর্তমান প্রজন্ম ধীরে ধীরে ভুলে যাচ্ছে লাইব্রেরী। একসময় ক্ষুদে থেকে প্রাপ্তবয়স্ক সকলেই বই পড়ার জন্য লাইব্রেরী ছুটে যেতেন।
advertisement

বর্তমানে ডিজিটাল যুগে শিশুরা একেবারে লাইব্রেরী মুখো হয় না। অনেক শিশুই লাইব্রেরি সম্পর্কে কোন ধারণা নেই। এমনকি প্রাপ্তবয়স্কদের মধ্যেও লাইবেরি যাবার প্রবণতা অনেকটাই কমে আসছে। লাইব্রেরির গুরুত্ব ও লাইব্রেরীতে বসে যে বই পড়া যায় সেই বিষয়টিকে শিশুদের মধ্যে তুলে ধরতেই বেলতলা ক্লাবের উদ্যোক্তারা এই বছর এই থিম কে বেছে নিয়েছেন।

advertisement

পুজোয় ঘুরতে এসে অনেকেই ঘুরে ঘুরে পছন্দের বই বার করে বসে পড়ছেন মণ্ডপের ভিতরেই পড়তে। অনেকেই ঘণ্টার পর ঘণ্টা এখানে বই পড়ে কাটিয়ে যাচ্ছেন। উদ্যোক্তাদের এমন চিন্তা ভাবনাকে সাধুবাদ জানাচ্ছেন জেলার বিশিষ্টজনেরা। এমনকি দর্শনার্থীদের দাবি, আগামীতে এই ধরনের চিন্তাভাবনার পুজো মণ্ডপ তৈরি করলে সমাজের অনেকটাই উপকার হবে। জেলায় তার একটি উদাহরণ মালদহের বেলতলা ক্লাব। সাধারণ বাসিন্দাদের একাংশ চাইছেন প্রতি বছর পুজোয় এই ধরনের থিম তুলে ধরুন বেলতলা ক্লাব।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

হরষিত সিংহ

বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: পুজো মণ্ডপে পছন্দের বই পড়ার সুযোগ, মালদহের বেলতলা ক্লাবের পুজোর থিম গ্রন্থাগার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল