বর্তমানে ডিজিটাল যুগে শিশুরা একেবারে লাইব্রেরী মুখো হয় না। অনেক শিশুই লাইব্রেরি সম্পর্কে কোন ধারণা নেই। এমনকি প্রাপ্তবয়স্কদের মধ্যেও লাইবেরি যাবার প্রবণতা অনেকটাই কমে আসছে। লাইব্রেরির গুরুত্ব ও লাইব্রেরীতে বসে যে বই পড়া যায় সেই বিষয়টিকে শিশুদের মধ্যে তুলে ধরতেই বেলতলা ক্লাবের উদ্যোক্তারা এই বছর এই থিম কে বেছে নিয়েছেন।
advertisement
পুজোয় ঘুরতে এসে অনেকেই ঘুরে ঘুরে পছন্দের বই বার করে বসে পড়ছেন মণ্ডপের ভিতরেই পড়তে। অনেকেই ঘণ্টার পর ঘণ্টা এখানে বই পড়ে কাটিয়ে যাচ্ছেন। উদ্যোক্তাদের এমন চিন্তা ভাবনাকে সাধুবাদ জানাচ্ছেন জেলার বিশিষ্টজনেরা। এমনকি দর্শনার্থীদের দাবি, আগামীতে এই ধরনের চিন্তাভাবনার পুজো মণ্ডপ তৈরি করলে সমাজের অনেকটাই উপকার হবে। জেলায় তার একটি উদাহরণ মালদহের বেলতলা ক্লাব। সাধারণ বাসিন্দাদের একাংশ চাইছেন প্রতি বছর পুজোয় এই ধরনের থিম তুলে ধরুন বেলতলা ক্লাব।
হরষিত সিংহ