বাংলা শস্য বীমা- খরিফ ২০২২,মালদহ জেলা
বীমাযোগ্য ফসল- ধান, ভুট্টা
বীমা যোগ্য কৃষক- সমস্ত ধরনের কৃষক যারা বর্তমান মরশুমে বিজ্ঞপ্তিত অঞ্চলে বিজ্ঞাপিত ফসল চাষ করেছেন বা করবেন তারা সকলেই খারিফ ২০২২ মরশুমে বাংলা শস্য বীমার আওতাভুক্ত হতে পারবেন।
বীমা করার সময়সীমা-ধান ৩১ আগষ্ট ২০২২ভুট্টা- ৩১ জুলাই ২০২২
ক্ষতিপূরণের বিভিন্ন পর্যায়-রোপন / বপন জনিত বিফলতাঅন্তর্বর্তী ক্ষতিপূরণমরশুম শেষের ক্ষতিপূরণ
advertisement
বীমা যোজনা করার পদ্ধতি- ১) সমস্ত কৃষকেরা বীমা করবার জন্য গ্রাম পঞ্চায়েত স্তরে বীমা কোম্পানির প্রতিনিধির সাথে যোগাযোগ করুন অথবা ডিমার কোম্পানির টোল ফ্রি নম্বর- ১৮০০-৫৭২-০২৫৮ তে যোগাযোগ করুন।
২) কৃষকদের বীমা শংসাপত্র অনলাইনে বাংলা শস্য বীমার পোর্টাল
কৃষকদের নিম্নলিখিত নথির কপি দিতে হবে-
১) ভোটার আইডি কার্ড২) আঁধার কার্ড৩) নিজের নামে ব্যাঙ্কের পাস বই( ছবি সমেত)/ বাতিল চেক৪) খতিয়ান/পরচা বা পাট্টা দলিল৫) নিজের নামে জমি না থাকলে চাষের জমির আয়তন সময়ের শংসাপত্র।৬) ফসল রোপনের শংসাপত্র সংশ্লিষ্ট ব্লক কৃষি আধিকারিক তার অনুমোদিত প্রতিনিধি অথবা রিভিউ ইন্সপেক্টর ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্ত প্রাণ ও পুনর্বাসন দফতর কর্তৃক প্রদত্ত।
হরষিত সিংহ