TRENDING:

Malda News|| জায়গা কম, ডাঁই করা মৃতদেহ খুবলে খাচ্ছে ইঁদুর! মালদহ মর্গের শিউরে ওঠা পরিস্থিতি

Last Updated:

Malda Medical College morgue, Dead bodies are in worst condition: ইঁদুর সহ নানা কীট খুবলে খাচ্ছে দেহ মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে। মর্গে রাখা মৃতদেহের চোখ খুবলে খাচ্ছে ইঁদুর এমনি অভিযোগ ওঠে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মালদহ: ইঁদুর-সহ নানা কীট পতঙ্গের উপদ্রব মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে। মর্গে রাখা মৃতদেহের চোখ খুবলে খাচ্ছে ইঁদুর! সম্প্রতি এমন‌ই অভিযোগ উঠেছিল। পরিবারের পক্ষ থেকে অভিযোগ তুললেও, এখনও লিখিত কোনও অভিযোগ দায়ের করা হয়নি। তবে বিষয়টি জানতে পেরেই মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গের পরিকাঠামো উন্নয়নের পরিকল্পনা নিয়েছে কর্তৃপক্ষ। তবে হাসপাতালের কর্তারা মর্গের পরিকাঠামো উন্নয়নের তোড়জোড় শুরু করলেও মৃতদেহ খুবলে খাওয়ার বিষয়টি প্রকাশ্যে মানতে নারাজ।
advertisement

মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এমন অভিযোগ সম্প্রতি উঠেছিল। মৃতদেহের চোখ খুবলে নিয়েছিল ইঁদুর। যদিও পরিবারের পক্ষ থেকে কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। অপর দিকে, বিষয়টি প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অজ্ঞাত পরিচয় বহু মৃতদেহ মজুত রয়েছে মর্গে। দেহ রাখার জন্য যা পরিকাঠামো রয়েছে, তার থেকে বেশি দেহ রয়েছে, তার জেরে সমস্যা বাড়ছে।

advertisement

আরও পড়ুনঃ দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হলে নামবে শাস্তির খাঁড়া! আসানসোল জয়কে সামনে রেখে ঘুঁটি সাজাচ্ছে তৃণমূল 

জানা গিয়েছে, মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে ৩৬ টি দেহ রাখার ড্রয়ার রয়েছে। মঙ্গলবার পর্যন্ত সেখানে ৪৯ টি দেহ ছিল। ড্রয়ারের তুলনায় বেশি পরিমাণে দেহ হয়ে যাওয়ায় সমস্যায় পড়তে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট সময়ের পর অজ্ঞাত পরিচয় দেহগুলি প্রশাসনের মাধ্যমে দাহ ও কবরস্থ করা হয়। মালদহ জেলা প্রশাসনের যে নিয়ম রয়েছে, তা কিছুটা জটিল। তার জেরে মর্গের দীর্ঘদিন ধরে দেহ থাকছে এমনটাই দাবি কর্তাদের একাংশের। জায়গা না থাকায় মাঝেমধ্যেই বাইরেও দেহ রাখতে হচ্ছে। এতে মৃতদেহ রাখা নিয়ে ব্যাপক সমস্যাও তৈরি হচ্ছে। তাই এ বার মালদহ মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ মৃতদেহ রাখার পরিকাঠামো আর‌ও বাড়ানোর পদক্ষেপ নিতে চলেছে।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

হরষিত সিংহ

বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News|| জায়গা কম, ডাঁই করা মৃতদেহ খুবলে খাচ্ছে ইঁদুর! মালদহ মর্গের শিউরে ওঠা পরিস্থিতি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল