TRENDING:

Malda News: রাজ্য স্তরের অ্যাথলেটিক্সে জয়জয়কার মালদহের, জেলার ঝুলিতে সোনা সহ ৯টি পদক

Last Updated:

রাজ্য অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ব্যাপক সাফল্য মালদহের। বিভিন্ন প্রতিযোগিতায় দুইটি সোনা একটি  সিলভার ও ছয়টি ব্রোঞ্জ পদক মালদহের ঝুলিতে। ব্যক্তিগত ইভেন্টে প্রথম হয়ে মালদহের নাম উজ্জ্বল করল অ্যাথলিট মিষ্টি কর্মকার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: রাজ্য অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ব্যাপক সাফল্য মালদহের। বিভিন্ন প্রতিযোগিতায় ২ টি সোনা ১ টি রুপো ও ৬টি ব্রোঞ্জ পদক মালদহের ঝুলিতে। ব্যক্তিগত ইভেন্টে প্রথম হয়ে মালদহের নাম উজ্জ্বল করল অ্যাথলিট মিষ্টি কর্মকার। জ্যাভলিন থ্রোতে সোনা জিতেছে মিষ্টি।
রাজ্য স্তরের অ্যাথলেটিক্সে জয়জয়কার মালদহের
রাজ্য স্তরের অ্যাথলেটিক্সে জয়জয়কার মালদহের
advertisement

অনূর্ধ্ব ১৮ বিভাগে ছেলেদের তিন হাজার মিটার দৌড় প্রতিযোগিতায় সোনা জিতেছে বলরাম মণ্ডল। তাঁর এমন সাফল্যে খুশি জেলার ক্রীড়া-প্রেমীরা। দুটি স্বর্ণপদক এর পাশাপাশি একটি রুপো ও ছয়টি ব্রোঞ্জ পদক পেয়েছে মালদহের অ্যাথলেটিকস খেলোয়ারেরা। প্রত্যেকেই ভাল ফলাফল করেছে।ওয়েস্ট বেঙ্গল অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে ৭১ তম রাজ্য অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়। কলকাতার সাই ক্যাম্পাসে ১৩ থেকে ১৬ অগাস্ট এই প্রতিযোগিতায় রাজ্যের প্রতিটি জেলায় অংশগ্রহণ করে।

advertisement

আরও পড়ুন –  Howrah News: অচিন্ত্য শিউলির সাফল্য বদলে দিয়েছে গ্রামের ছবিটা! ওয়েট লিফটিং-এ আগ্রহ বাড়ছে ছোটদের

 

View More

আরও পড়ুন –  Weather Update Today: নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জোড়া ফলা, তুমুল-তোলপাড় বৃষ্টি, নাকাল হবে জীবন, ওয়েদার আপডেট

মালদহ জেলার দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বিভিন্ন ইভেন্টে মালদহের অ্যাথলিটরাঅংশগ্রহণ করে। প্রত্যেকটি ইভেন্টে পদক না আসলেও ভালো ফলাফল করেছে মালদহের খেলোয়াড়েরা। প্রতিবছর এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় তবে ধীরে ধীরে এই প্রতিযোগিতায় মালদহের সাফল্য ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।

advertisement

জেলার খেলোয়াড়দের এমন সাফল্যের খুশি মালদহ জেলা ক্রীড়া সংস্থার কর্তারা। মালদহ জেলা ক্রীড়া সংস্থার কোষাধক্ষ্য দিলীপ দে বলেন, রাজ্য অ্যাথলেটিক্সপ্রতিযোগিতায় মালদহের দল পাঠানো হয়েছিল। সেখানে ভালো ফলাফল করেছে আমাদের ছেলেমেয়ের।

সেরা ভিডিও

আরও দেখুন
ফ্রেঞ্চ ফ্রাই থেকে পাটিসাপটা, ষোলোআনাই খাঁটি! খুদে রাঁধুনিদের হাতের জাদুতে বাজিমাত
আরও দেখুন

Harshit Singha

বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: রাজ্য স্তরের অ্যাথলেটিক্সে জয়জয়কার মালদহের, জেলার ঝুলিতে সোনা সহ ৯টি পদক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল