Train Cancelled: টানা তিন দিন চলবে না ট্রেন! এই লাইনে বাতিল একজোড়া ট্রেন, টিকিট কাটার আগে জেনে নিন

Last Updated:
Indian Railways: মালদহ ডিভিশন রেল কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, ভাগলপুর-টিকানী সিঙ্গেল লাইন শাখায় রোড ওভার ব্রিজের গার্ডার স্থাপনের কাজের জন্য তিনদিন ট্রাফিক ও পাওয়ার ব্লকের প্রয়োজন হবে। যার ফলে ৯, ১০ ও ১১ই জানুয়ারি বাতিল থাকবে ভাগলপুর-হাঁসডিহা-ভাগলপুর ডিইএমইউ প্যাসেঞ্জার ট্রেন।
1/5
মালদহ ডিভিশনের তিনদিন বাতিল একজোড়া ট্রেন। টিকিট কাটার আগে জেনে নিন আপনার ট্রেনের তালিকা। রেল লাইনের বিশেষ কাজের জন্য মালদহ ডিভিশনে বাতিল করা হয়েছে একজোড়া ট্রেন।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
মালদহ ডিভিশনের তিনদিন বাতিল একজোড়া ট্রেন। টিকিট কাটার আগে জেনে নিন আপনার ট্রেনের তালিকা। রেললাইনের বিশেষ কাজের জন্য মালদহ ডিভিশনে বাতিল করা হয়েছে একজোড়া ট্রেন।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
2/5
মালদহ ডিভিশন রেল কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, ভাগলপুর-টিকানী সিঙ্গেল লাইন শাখায় রোড ওভার ব্রিজের গার্ডার স্থাপনের কাজের জন্য তিনদিন ট্রাফিক ও পাওয়ার ব্লকের প্রয়োজন হবে। যার ফলে ৯, ১০ ও ১১ই জানুয়ারি বাতিল থাকবে ভাগলপুর-হাঁসডিহা-ভাগলপুর ডিইএমইউ প্যাসেঞ্জার ট্রেন।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
মালদহ ডিভিশন রেল কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, ভাগলপুর-টিকানী সিঙ্গেল লাইন শাখায় রোড ওভার ব্রিজের গার্ডার স্থাপনের কাজের জন্য তিনদিন ট্রাফিক ও পাওয়ার ব্লকের প্রয়োজন হবে। যার ফলে ৯, ১০ ও ১১ই জানুয়ারি বাতিল থাকবে ভাগলপুর-হাঁসডিহা-ভাগলপুর ডিইএমইউ প্যাসেঞ্জার ট্রেন।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
3/5
এই কাজের সময় ৯ জানুয়ারি দুপুর ১২টা ৫০ মিনিট থেকে বিকেল ৩টা ৫০ মিনিট পর্যন্ত মোট ৩ ঘণ্টা। এবং ১০ ও ১১ জানুয়ারি দুপুর ১টা ১৫ মিনিট থেকে বিকেল ৩টা ৪৫ মিনিট পর্যন্ত মোট আড়াই ঘণ্টা ট্রাফিক ও পাওয়ার ব্লকের প্রয়োজন হবে। যার ফলে ট্রেন নাম্বার ৭৩৪৪৪ ও ৭৩৪৪৩ ভাগলপুর-হাঁসডিহা-ভাগলপুর ডিইএমইউ প্যাসেঞ্জার ট্রেন চলাচল বন্ধ থাকবে। (ছবি ও তথ্য: জিএম মোমিন)
এই কাজের সময় ৯ জানুয়ারি দুপুর ১২টা ৫০ মিনিট থেকে বিকেল ৩টা ৫০ মিনিট পর্যন্ত মোট ৩ ঘণ্টা। এবং ১০ ও ১১ জানুয়ারি দুপুর ১টা ১৫ মিনিট থেকে বিকেল ৩টা ৪৫ মিনিট পর্যন্ত মোট আড়াই ঘণ্টা ট্রাফিক ও পাওয়ার ব্লকের প্রয়োজন হবে। যার ফলে ট্রেন নাম্বার ৭৩৪৪৪ ও ৭৩৪৪৩ ভাগলপুর-হাঁসডিহা-ভাগলপুর ডিইএমইউ প্যাসেঞ্জার ট্রেন চলাচল বন্ধ থাকবে। (ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
4/5
যদিও এই কাজ চলাকালীন ট্রেন নাম্বার ২২৩০৯ আপ হাওড়া-জামালপুর বন্দে ভারত এক্সপ্রেস নির্ধারিত সময়ে চলে যাওয়ার পরেই ব্লক কার্যকর করা হবে বলে রেল সূত্রে জানা গিয়েছে।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
যদিও এই কাজ চলাকালীন ট্রেন নাম্বার ২২৩০৯ আপ হাওড়া-জামালপুর বন্দে ভারত এক্সপ্রেস নির্ধারিত সময়ে চলে যাওয়ার পরেই ব্লক কার্যকর করা হবে বলে রেল সূত্রে জানা গিয়েছে।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
5/5
মালদহ ডিভিশনের ডিআরএম মনিশ কুমার গুপ্তা জানান,
মালদহ ডিভিশনের ডিআরএম মনিশ কুমার গুপ্তা জানান, 'যাত্রীদের আরামদায়ক ও সুবিধাজনক রেল পরিষেবার জন্য কাজ করা হচ্ছে। এই কাজের ফলে যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখিত। কাজ সম্পন্ন হলে পুনরায় আবার স্বাভাবিক হবে রেল পরিষেবা।' (ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
advertisement
advertisement