Train Cancelled: টানা তিন দিন চলবে না ট্রেন! এই লাইনে বাতিল একজোড়া ট্রেন, টিকিট কাটার আগে জেনে নিন
- Reported by:Jiam Momin
- hyperlocal
- Published by:Riya Das
Last Updated:
Indian Railways: মালদহ ডিভিশন রেল কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, ভাগলপুর-টিকানী সিঙ্গেল লাইন শাখায় রোড ওভার ব্রিজের গার্ডার স্থাপনের কাজের জন্য তিনদিন ট্রাফিক ও পাওয়ার ব্লকের প্রয়োজন হবে। যার ফলে ৯, ১০ ও ১১ই জানুয়ারি বাতিল থাকবে ভাগলপুর-হাঁসডিহা-ভাগলপুর ডিইএমইউ প্যাসেঞ্জার ট্রেন।
advertisement
advertisement
এই কাজের সময় ৯ জানুয়ারি দুপুর ১২টা ৫০ মিনিট থেকে বিকেল ৩টা ৫০ মিনিট পর্যন্ত মোট ৩ ঘণ্টা। এবং ১০ ও ১১ জানুয়ারি দুপুর ১টা ১৫ মিনিট থেকে বিকেল ৩টা ৪৫ মিনিট পর্যন্ত মোট আড়াই ঘণ্টা ট্রাফিক ও পাওয়ার ব্লকের প্রয়োজন হবে। যার ফলে ট্রেন নাম্বার ৭৩৪৪৪ ও ৭৩৪৪৩ ভাগলপুর-হাঁসডিহা-ভাগলপুর ডিইএমইউ প্যাসেঞ্জার ট্রেন চলাচল বন্ধ থাকবে। (ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
advertisement








