TRENDING:

Malda News: পথশ্রীতে বেনিয়ম ঠেকাতে কন্ট্রোল রুম খুলল মালদহ

Last Updated:

পথশ্রী প্রকল্পে মালদহ জেলায় প্রায় ২৭০ কিলোমিটার রাস্তার কাজ হবে। এর জন্য মোট ৮৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। জেলার বিভিন্ন প্রান্তে ২৯৮ টি রাস্তার কাজ হবে। এর মধ্যে প্রায় ৭৬ শতাংশ রাস্তার টেন্ডার হয়ে গিয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: রাজ্য সরকারের নতুন প্রকল্প পথশ্রী। মঙ্গলবার সিঙ্গুর থেকে এই প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পের মাধ্যমে গ্রামীণ এলাকায় রাস্তা তৈরি ও সংস্কারের পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। সেই পথশ্রী প্রকল্পের কাজে বেনিয়ম ঠেকাতে কন্ট্রোল রুম খুলল মালদহ জেলা প্রশাসন।
advertisement

কোথাও কোন‌ও বেনিয়ম হলে বা রাস্তা তৈরির কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহৃত হলে ফোন করে এই কন্ট্রোল রুমে অভিযোগ জানাতে পারবে আমজনতা। এমনটাই বলা হয়েছে মালদহ জেলা প্রশাসনের পক্ষ থেকে। জেলা প্রশাসনিক ভবনে রয়েছে এই কন্ট্রোল রুম। অভিযোগ পেলেই দ্রুত পদক্ষেপ করা হবে বলে সকলকে আশ্বস্ত করেন মালদহের জেলাশাসক নীতিন সিংহানিয়া।

advertisement

আরও পড়ুন: পথশ্রী প্রকল্পের সূচনায় খুশি কৃষ্ণগঞ্জের মানুষ

মঙ্গলবার সিঙ্গুর থেকে ভার্চুয়ালি মুখ্যমন্ত্রী ইংরেজবাজার ব্লকের যদুপুর-২ পঞ্চায়েতের আমজামতলা এলাকায় ২ কিলোমিটার গ্রামীণ রাস্তার কাজের শিলান্যাস করেন। এই উপলক্ষে আমজামতলা গ্রামে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদহ জেলা পরিষদের সভাধিপতি এটি এম রফিকুল হোসেন, জেলাশাসক নীতিন সিংহানিয়া, পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব সহ অন্যান্য বিশিষ্টরা। মালদহ জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শুধুমাত্র আমজামতলা নয়, পথশ্রী প্রকল্পে মালদহ জেলায় প্রায় ২৭০ কিলোমিটার রাস্তার কাজ হবে। এর জন্য মোট ৮৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। জেলার বিভিন্ন প্রান্তে ২৯৮ টি রাস্তার কাজ হবে। এর মধ্যে প্রায় ৭৬ শতাংশ রাস্তার টেন্ডার হয়ে গিয়েছে। যে সমস্ত রাস্তাগুলি ছোট সেগুলির কাজ আগে হবে। শুধুমাত্র পথশ্রী প্রকল্পের মাধ্যমে নয় অন্যান্য বিভিন্ন প্রকল্প ও প্রশাসনের পক্ষ থেকেও জেলার বিভিন্ন প্রান্তে গ্রামীণ রাস্তার সংস্কার ও নতুন করে তৈরির পরিকল্পনা রয়েছে আগামীতে।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

হরষিত সিংহ

বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: পথশ্রীতে বেনিয়ম ঠেকাতে কন্ট্রোল রুম খুলল মালদহ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল