Nadia News: পথশ্রী প্রকল্পের সূচনায় খুশি কৃষ্ণগঞ্জের মানুষ

Last Updated:

সিঙ্গুরের রতনপুরে পথশ্রী প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে সশরীরে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে ২২ টি জেলার ১২০০০ কিলোমিটার রাস্তার শিলান্যাস করেন। নিজের হাতে ইট, বালি, সিমেন্ট দিয়ে গেঁথে পথশ্রী প্রকল্পের সূচনা করেন।

+
title=

নদিয়া: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আরেকটি স্বপ্নের প্রকল্প পথশ্রী মঙ্গলবার পথ চলা শুরু করল। এই প্রকল্পের অধীনে নদিয়া সহ গোটা রাজ্যের ১২ হাজার কিলোমিটার রাস্তা তৈরি ও সংস্কার করবে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মঙ্গলবার সিঙ্গুর থেকে ভার্চুয়ালি বিভিন্ন জেলার পথশ্রী প্রকল্পের উদ্বোধন করেন।
সিঙ্গুরের রতনপুরে পথশ্রী প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে সশরীরে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে ২২ টি জেলার ১২০০০ কিলোমিটার রাস্তার শিলান্যাস করেন। নিজের হাতে ইট, বালি, সিমেন্ট দিয়ে গেঁথে পথশ্রী প্রকল্পের সূচনা করেন।
advertisement
নদিয়ার কৃষ্ণগঞ্জেও মঙ্গলবার পথশ্রী প্রকল্পের রাস্তা তৈরির অনুষ্ঠানিক সূচনা হয়। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিও কামাল উদ্দিন আহমেদ, পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক হালদার এবং কৃষ্ণগঞ্জ থানার আইসি বাবিন মুখার্জি সহ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ এবং বিভিন্ন পঞ্চায়েত প্রধানরা।
advertisement
সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে গ্রামোন্নয়ন দফতরের উদ্যোগে মঙ্গলবার কৃষ্ণগঞ্জের ১৪ টি রাস্তার উদ্বোধন করা হয়। কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক হালদার জানান, প্রায় ১৩ কিলোমিটার রাস্তা উদ্বোধন করা হয়েছে। কৃষ্ণগঞ্জবাসীর দীর্ঘদিনের দাবি ছিল বেশকিছু রাস্তা নিয়ে। সেগুলি অবশেষে সফল হতে চলায় খুশি সাধারণ মানুষ।
মৈনাক দেবনাথ
view comments
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: পথশ্রী প্রকল্পের সূচনায় খুশি কৃষ্ণগঞ্জের মানুষ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement