এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন ক্লাবের সদস্যরা। গোটা শহর পরিক্রমা করে মন্দিরে পৌঁছায় দেবীপ্রতিমা।আমাবস্যা নয় ভূত চতুর্দর্শীতে পূজো হয় মহাকালীর। রবিবার সন্ধ্যা থেকে শুরু হয় পুজো। জেলা ও জেলার বাইরে থেকে বহু ভক্তের সমাগম হয় পুজোয়। ইংরেজবাজার ব্যায়াম সমিতি ক্লাব কর্তৃপক্ষ এই পুজোর এখন দায়িত্বভার সামলাচ্ছেন। কালীমূর্তিতেও এখানে কিছুটা বিশেষ অর্থ রয়েছে। দেবীর ১০ মাথা, দশ হাত ও ১০ পা রয়েছে।
advertisement
আরও পড়ুনঃ মাঝে মধ্যেই সিদ্ধান্তে রদবদল! মালদহ- রায়গঞ্জ রুটের বেসরকারি বাস বন্ধ
প্রতিমায় শিবের কোন অস্তিত্ব নেই। দেবীর পায়ের তলায় রয়েছে অসুরের কাটা মুন্ডু। প্রতি হাতে রয়েছে বিভিন্ন ধরনের অস্ত্র। রবিবার গভীর রাত পর্যন্ত চলে মহাকালের পুজো। পুজোর পর চার দিন ধরে চলবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। এই সংস্কৃতি অনুষ্ঠানেও জেলা ও জেলার বাইরের শিল্পীরা অংশগ্রহণ করবেন। প্রতিদিনই দূর দূরান্ত থেকে বহু মানুষ প্রতিমা দেখতে ও সাংস্কৃতিক অনুষ্ঠান দেখার জন্য ভিড় করেন।
Harashit Singha