TRENDING:

Malda News: শোভাযাত্রা সহকারে মহাকালীর আগমন, ভূত চতুর্দশীর রাতে অনুষ্ঠিত হল পুজো

Last Updated:

রীতি মেনে বিশাল শোভাযাত্রা সহকারে মন্দিরে নিয়ে আসা হল মহাকালী দেবি মূর্তি। মালদহ শহরের গঙ্গাবাগ ইংরেজবাজার ব্যায়াম সমিতির মহাকালীচতুর্দশীর সকালে মৃৎশিল্পীর ঘর থেকে শোভাযাত্রা সহকারে মন্দির পর্যন্ত নিয়ে যাওয়া হয় এই শোভাযাত্রা সহকারে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মালদহ : রীতি মেনে বিশাল শোভাযাত্রা সহকারে মন্দিরে নিয়ে আসা হল মহাকালী দেবি মূর্তি। মালদহ শহরের গঙ্গাবাগ ইংরেজবাজার ব্যায়াম সমিতির মহাকালী চতুর্দশীর সকালে মৃৎশিল্পীর ঘর থেকে শোভাযাত্রা সহকারে মন্দির পর্যন্ত নিয়ে যাওয়া হয় এই শোভাযাত্রা সহকারে। শোভযাত্রায় বিভিন্ন ধরনের বাদ্য বাজনার আয়োজন করা হয়। মহিলা ঢাকি থেকে তাসা, আদিবাসী নৃত্য, সহ বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে শোভাযাত্রা করা হয়।
advertisement

এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন ক্লাবের সদস্যরা। গোটা শহর পরিক্রমা করে মন্দিরে পৌঁছায় দেবীপ্রতিমা।আমাবস্যা নয় ভূত চতুর্দর্শীতে পূজো হয় মহাকালীর। রবিবার সন্ধ্যা থেকে শুরু হয় পুজো। জেলা ও জেলার বাইরে থেকে বহু ভক্তের সমাগম হয় পুজোয়। ইংরেজবাজার ব্যায়াম সমিতি ক্লাব কর্তৃপক্ষ এই পুজোর এখন দায়িত্বভার সামলাচ্ছেন। কালীমূর্তিতেও এখানে কিছুটা বিশেষ অর্থ রয়েছে। দেবীর ১০ মাথা, দশ হাত ও ১০ পা রয়েছে।

advertisement

আরও পড়ুনঃ মাঝে মধ্যেই সিদ্ধান্তে রদবদল! মালদহ- রায়গঞ্জ রুটের বেসরকারি বাস বন্ধ

প্রতিমায় শিবের কোন অস্তিত্ব নেই। দেবীর পায়ের তলায় রয়েছে অসুরের কাটা মুন্ডু। প্রতি হাতে রয়েছে বিভিন্ন ধরনের অস্ত্র। রবিবার গভীর রাত পর্যন্ত চলে মহাকালের পুজো। পুজোর পর চার দিন ধরে চলবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। এই সংস্কৃতি অনুষ্ঠানেও জেলা ও জেলার বাইরের শিল্পীরা অংশগ্রহণ করবেন। প্রতিদিনই দূর দূরান্ত থেকে বহু মানুষ প্রতিমা দেখতে ও সাংস্কৃতিক অনুষ্ঠান দেখার জন্য ভিড় করেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

Harashit Singha

বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: শোভাযাত্রা সহকারে মহাকালীর আগমন, ভূত চতুর্দশীর রাতে অনুষ্ঠিত হল পুজো
Open in App
হোম
খবর
ফটো
লোকাল