মালদহে পঞ্চায়েত নির্বাচনে সাগরদিঘী মডেল করতে চলেছে বাম কংগ্রেস। মালদহ জেলায় মোট ১৪৬টি গ্রাম পঞ্চায়েত, ১৫টি পঞ্চায়েত সমিতি। মালদহ জেলা পরিষদের আসন সংখ্যা ৪৩টি। পঞ্চায়েত থেকে জেলা পরিষদ স্তরের আসনে কংগ্রেসের সঙ্গে বামফ্রন্টের জোট হচ্ছে। চুড়ান্ত সিদ্ধান্ত প্রায় সম্পন্ন। বিগত নির্বাচনগুলিতে মালদহ জেলায় এককভাবে লড়াই করেছে বামফ্রন্ট ও কংগ্রেস। তবে কিছু কিছু ক্ষেত্রে জেলায় আসন সমঝোতার পথে হেঁটেছে দুই রাজনৈতিক দল।
advertisement
২০২৩-এর পঞ্চায়েত নির্বাচনে আবারও মালদহ জেলায় জোটের পথে হাঁটল বাম কংগ্রেস।মালদহ জেলা সিপিএম সম্পাদক অম্বর মিত্র জানান, জেলা পরিষদের ৪৩টি আসনের মধ্যে ২২টি আসন কংগ্রেস প্রার্থীকে সমর্থন করবে বামফ্রন্ট। এখনও চুড়ান্ত না হলেও আসন সমঝোতা হচ্ছে। শুধু জেলা পরিষদ নয় গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির আসনেও সমঝোতা হচ্ছে।
আরও পড়ুন: মনোনয়নের সময়সীমা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশনই, বড় নির্দেশ হাইকোর্টের
তবে পঞ্চায়েতে প্রায় সাড়ে তিন হাজার প্রার্থী, ফলে কিছু কোন ক্ষেত্রে সমস্যা হলেও সেক্ষেত্রে বন্ধুত্বপূর্ণ লড়াই হবে। জাতীয় কংগ্রেসের জেলার সাধারণ সম্পাদক মোক্তাকিন আলম জানান, বামফ্রন্টের সঙ্গে জোট করেই লড়াই হবে। ইতিমধ্যে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে। কিছু কিছু আসন নিয়ে সমস্যা রয়েছে। তবে দুই একদিনের মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে। আমরা জোট করেই লড়াই করব । কারণ মানুষ জোট চাইছে।
হরষিত সিংহ