মালদা জেলা সংগ্রহশালার আধুনিকরন সহ কিউরেটর নিয়োগ সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এদিনের অনুষ্ঠানে একটি ট্যাবলো উদ্বোধন করা হয়। রাজ্য সরকারের বিভিন্ন সাফল্যর প্রচার নিয়ে গোটা জেলায় ঘুরবে এই ট্যাবলটি।২০১৭ সালে মালদহ জেলা সংগ্রহশালার কিউরেটর অবসর গ্রহণ করেছেন। তারপর থেকে সংগ্রহশালায় কোন কিউরেটর নেই। বর্তমানে একজন চতুর্থ শ্রেণীর কর্মী এই সংগ্রহশালার দায়িত্বে রয়েছেন। তিনি নিয়মিত সংগ্রহশালা খোলেন। তবে সঠিক গাইড না থাকায় পর্যটক থেকে জেলার বিভিন্ন প্রান্তে ছাত্রছাত্রীরা সংগ্রহশালায় এসে নিরাশ হন।
advertisement
আরও পড়ুনঃ Malda: তাইকোন্ডো বিভাগে ৬টা পদক মালদহের ঝুলিতে
আরও পড়ুনঃ Malda: বিদেশে লিচু পাঠানো হবে মালদহ থেকে, বাড়বে জেলার অর্থনীতি
এদিনের আলোচনা সভায় জেলার বিশিষ্ট ইতিহাসবিদ ও উপস্থিত অতিথিরা সংগ্রহশালার নানান বিষয় নিয়ে আলোচনা করেন। আলোচনা সভায় সংগ্রহশালা তৈরির ও প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সংগ্রহশালা থাকলে তারা সুযোগ-সুবিধা বিষয়গুলো নিয়ে আলোচনা করেন উপস্থিত বিশিষ্টরা। বর্তমানে মালদহ জেলার সংগ্রহশালার আধুনিকীকরণ ও কর্মী নিয়োগের দাবি ওঠে। যদিও শীঘ্রই মালদা জেলার সংগ্রহশালার কিউরেটর নিয়োগের আশ্বাস দিয়েছেন জেলা সদর মহকুমা শাসক।
Harashit Singha