TRENDING:

Malda News: দেশভাগের যন্ত্রণা ফুটে উঠছে রেল স্টেশনের প্রদর্শনীতে

Last Updated:

দেশভাগের মর্মান্তিক স্মৃতি আজকের প্রজন্মের কাছে তুলে ধরতে মালদহ টাউন স্টেশনে বিশেষ প্রদর্শনীর আয়োজন করল রেল

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: প্রায় ২০০ বছরের ব্রিটিশ শাসন থেকে মুক্তি সহজে আসেনি। বহু সংগ্রাম, রক্ত ঝরানোর পর দেশভাগের যন্ত্রনার বিনিময়ে এসেছিল মুক্তির স্বাদ। সেই দেশভাগের ফলে ভয়াবহ সঙ্কটের মুখে পড়েছিল সাধারণ মানুষ। রাতারাতি আত্মীয়-স্বজন বিদেশি হয়ে পড়ে। সেই সঙ্গে আছড়ে পড়ে উদ্বাস্তুর স্রোত। ৭৭ তম স্বাধীনতা দিবসের মুহূর্তে দাঁড়িয়ে অতীতের সেই দুঃসহ স্মৃতি আমাদের মনে রাখা প্রয়োজন। অতীতকে সঙ্গে নিয়ে আগামীর পথে এগিয়ে যেতে হয়। আর তাই দেশভাগের যন্ত্রণা স্মরণ করতে প্রতিবছর ১৪ অগস্ট পালিত হয় দেশভাগ দিবস। এবারে সেই উপলক্ষে বিশেষ আয়োজন মালদহ টাউন স্টেশনে। এখানে দেশভাগের উপর একটি প্রদর্শনীর আয়োজন করে রেল।
advertisement

আরও পড়ুন: হার্টের সমস্যা? আর চিন্তা নেই, এবার এই জেলাতেই রোগী দেখতে আসবেন নামী চিকিৎসকরা

দেশভাগের সময়ের বিভিন্ন দৃশ্য, ছবি, পত্রিকায় লেখালেখি, পেপার কাটিং ইত্যাদি নিয়ে মালদহ টাউন স্টেশনে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। আজকের প্রজন্ম দেশভাগের সেই ভয়াবহ ঘটনা দেখেনি। কিন্তু কোন পথে হেঁটে আজকের ভারত গড়ে উঠেছে তা মনে রাখার জন্যই রেলের এমন আয়োজন। মালদহ রেল ডিভিশনের পক্ষ থেকে টাউন স্টেশনে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

advertisement

সোমবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই প্রদর্শনীর উদ্বোধন করেন ডিআরএম বিকাশ চৌবে। এই প্রদর্শনীর মধ্য দিয়ে বর্তমান প্রজন্ম জানতে পারবে দেশ ভাগের ভয়াবহতা, মানুষের দুঃখ-কষ্ট। পাশাপাশি তারা অতীত থেকে শিক্ষা নেবে। এই প্রদর্শনী রেল যাত্রীদের যথেষ্ট আকর্ষণ করেছে।

সেরা ভিডিও

আরও দেখুন
নদীর জলে ভেসে গেল গণ্ডার, প্রাণ বাঁচাতে যা করল..! হু হু করে ভাইরাল ভিডিও
আরও দেখুন

হরষিত সিংহ

বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: দেশভাগের যন্ত্রণা ফুটে উঠছে রেল স্টেশনের প্রদর্শনীতে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল