Purulia News: হার্টের সমস্যা? আর চিন্তা নেই, এবার এই জেলাতেই রোগী দেখতে আসবেন নামী চিকিৎসকরা
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SARMISTHA BANERJEE BAIRAGI
Last Updated:
হৃদরোগের সমস্যায় আর চিন্তা নেই, পুরুলিয়ার রোগীদের এবার দূরে যেতে হবে না। জেলাতেই তাঁরা পাবেন স্পেশালাইজড ট্রিটমেন্ট
পুরুলিয়া: হৃদরোগের চিকিৎসার জন্য আর দূরে কোথাও যেতে হবে না। এবার পুরুলিয়া জেলাতেই হবে উন্নত মানের হৃদরোগের চিকিৎসা। পুরুলিয়া রোটারি মাল্টি স্পেশালিটি হাসপাতাল ও কলকাতার মেডিকা সুপার মাল্টি স্পেশালিটি হাসপাতালের যৌথ উদ্যোগে আগামী একবছরে মধ্যে জেলায় প্রথম চালু হবে কার্ডিয়োলজি বিভাগ।
এই বিশেষ পরিষেবা শুরুর বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে রোটারি ক্লাব অফ পুরুলিয়া সার্ভিস সেন্টার উদ্যোগে রোটারি হাসপাতালে সম্প্রতি বিনামূল্যে আয়োজিত হয়েছে একটি বিশেষ কার্ডিয়াক স্বাস্থ্য শিবির। কলকাতার অভিজ্ঞ হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক কুণাল সরকার সেই শিবিরে হাজির ছিলেন। এই বিষয়ে রোটারি ক্লাবের কর্মকর্তারা জানান, জেলায় বর্তমানে কোনও হাসপাতালেই হৃদরোগের বিশেষজ্ঞ চিকিৎসার বিভাগ নেই। ফলে হার্টের রোগীদের হয় কলকাতা নয় ঝাড়খণ্ডের রাঁচিতে গিয়ে চিকিৎসা করতে হয়। এই রোগীদের কথা চিন্তা করেই রোটারি ক্লাব হৃদরোগ চিকিৎসার বিশেষ বিভাগ খোলার উদ্যোগ নিয়েছে। এর ফলে আগামী এক বছর পর থেকে জেলার হৃদরোগের রোগীদের আর দূরে চিকিৎসার জন্য যেতে হবে না।
advertisement
advertisement
রোটারি ক্লাবের শিবিরে এসে চিকিৎসক কুণাল সরকার হার্ট অ্যাটাকের সম্ভাবনা কী কারণে বাড়ে সে বিষয়ে সকলকে সচেতন করেন। হৃদরোগের বিশেষ বিভাগ চালু হয়ে গেলে সেখানে নামকরা বিশেষজ্ঞ চিকিৎসকরা এসে জেলার রোগীদের সরাসরি চিকিৎসা করবেন বলে জানা গিয়েছে। এর ফলে সাধারণ মানুষের হয়রানি যেমন কমবে তেমনই দ্রুত হাতের সামনে চিকিৎসা পেয়ে অনেকের প্রাণ রক্ষা পাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
advertisement
শমিষ্ঠা ব্যানার্জি
Location :
Kolkata,West Bengal
First Published :
August 14, 2023 6:25 PM IST