এই মাটির সমস্যা দেখা দিতেই মাটি ছাড়াই দুর্গা প্রতিমা তৈরির চিন্তাভাবনা মালদহ শহরের কৃষ্ণকালীতলা এলাকার বাসিন্দা হোমগার্ড কর্মী বিষ্ণুপদ সাহার। সাধারণ মানুষের মধ্যে মাটি সংরক্ষণের বার্তা পৌঁছে দিতে এ বার তার প্রতিমা তৈরির চিন্তাভাবনা। তাই মাটি ছাড়াই প্রতিমা তৈরি করছেন তিনি। মাটির পরিবর্তে গম ও ধানের তুষ দিয়ে দেবীর মৃন্ময়ী রূপ নিয়ে এসেছেন। প্রতিমা সাজাচ্ছেন রাংতা দিয়ে। প্লাস্টিক থার্মোকল নিষিদ্ধ সরকারিভাবে। সেই বার্তাকেও নিজের শিল্প কলার মধ্যে ফুটিয়ে তুলতে প্রতিমার সাজে ব্যবহার করা হচ্ছে না কোনও প্লাস্টিক বা থার্মোকলের সামগ্রিক।
advertisement
আরও পড়ুনঃ ঠাকুর থাকে সারা বছর, উলুবেড়িয়ার বন্দ্যোপাধ্যায় বাড়ির দুর্গাপুজোর অন্য ইতিহাস
কর্মব্যস্ততার মাঝে যেটুকু সময় পান তিনি প্রতিমা তৈরিতে ব্যস্ত থাকেন। তাই প্রায় দুই মাস আগে থেকেই শুরু করেছিলেন প্রতিমা তৈরীর কাজ। হাতে মাত্র আর কয়েকটা দিন তারপরেই উৎসবের সূচনা। নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিমা তৈরির কাজ সম্পন্ন করতে এখন তিনি রাত জেগেও কাজ করছেন।
এই প্রথম নয়, এর আগেও মাটি ছাড়া বিভিন্ন উপাদান দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করবে জেলাবাসীর নজর কেড়েছেন এই হোমগাড কর্মী। কখনো কমলালেবুর খোসা, আবার কখনো তেজপাতা, সুতো সহ বিভিন্ন সামগ্রী দিয়ে প্রতিমা তৈরি করেছেন তিনি। মাঝে দু-বছর করোনা পরিস্থিতিতে প্রতিমার কাজ বন্ধ রেখেছিলেন। এবছর আবারও সাধারণ মানুষের মধ্যে নতুন বার্তা পৌঁছে দিতে তাঁর প্রতিমা তৈরির প্রয়াস। তার এই প্রতিমাস সাধারণ মানুষকে অনেকটাই সচেতন করবে বলে মনে করছেন হোমগার্ড কর্মী। কৃষ্ণকালীতলা এলাকার বাসিন্দা বিষ্ণুপদ সাহা দীর্ঘদিন ধরেই মালদহ জেলা পুলিশের হোমগার্ড পদে কর্মরত। আর মাত্র দু'মাস চাকরি রয়েছে। তারপরেই তিনি অবসর গ্রহণ করবেন। অবসর গ্রহণের পর এই শিল্পকেই প্রধান পেশা হিসেবে বেছে নিতে চান বিষ্ণুপদ সাহা।
হরষিত সিংহ