পরীক্ষা পর্ব নির্বিঘ্নে মেটাতে সমস্ত পরীক্ষা কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে প্রতিটি পরীক্ষা কেন্দ্রেই মোতায়েন করা হয়েছিল পুলিশ। নকল বন্ধ করতে মালদহ জেলার বেশ কিছু স্কুলে সিসিটিভি নজরদারি চালানো হয়। পরীক্ষা শুরুর আগে একাধিক স্কুল কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের গোলাপ ফুল ও জলের বোতল দিয়ে সংবর্ধনা জানায়(Malda News)। এছাড়াও এদিন তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে মালদহ জেলা জুড়ে সমস্ত পরীক্ষা কেন্দ্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পেন, গোলাপ ফুল, চকলেট, ও জলের বোতল বিতরণ করা হয়।
advertisement
মালদহ জেলার বিভিন্ন প্রান্তের একাধিক স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সংবর্ধনা জানানো হয় পরীক্ষার প্রথম দিন।জেলা পুলিশের পক্ষ থেকেও কড়া নজরদারি চালানো হয়। এদিন জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ মহিলা বাহিনী নামানো হয় রাস্তায়। ইংরেজবাজার পুরাতন মালদহ শহরের সমস্ত স্কুল চত্বরে পরীক্ষা চলাকালীন নজরদারি চালায় জেলা পুলিশের বিশেষ বাহিনী। বিশেষ করে ছাত্রীরা রাস্তায় যাতায়াতের সময় যাতে কোনো রকম সমস্যার সম্মুখীন না হয়, তার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে মহিলা বাহিনীর বিশেষ টিম নামানো হয় শহরের রাস্তায়।
Harashit Singha