গরমের মরশুম পড়তেই বাজারে ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে পাকা বেলের দাম। গত দুই বছর আগেও মালদহের বাজারে খুব সস্তায় মিলতো পাকা বেল। এই বছর মরশুমের শুরুতেই আকাশ ছোঁয়া দাম পাকা বেলের। বর্তমানে মালদহ শহরের বাজারে ৬০ টাকা থেকে ৮০ টাকা পিস হিসাবে বিক্রি হচ্ছে পাকা বেল। ছোট আকারের বেলের দাম একটু কম। গরমে উপকারী পাকা বেল তাই মানুষ বেশি দাম হলেও কিনছেন। বিক্রেতারা বলছেন প্রতি বছর এই গরমের মরশুমে বেলের চাহিদা বৃদ্ধি পায়। সাধারণত এই সময়ে গাছে বেল পাকে।
advertisement
আরও পড়ুন: পুকুরে ওটা কী ভাসছে? মাথা জলে ডোবানো! সামনে যেতেই আতঙ্ক
আরও পড়ুন:
তবে বিগত কয়েক বছর ধরে জেলা ও জেলার আশেপাশে বেল গাছের পরিমাণ কমে আসছে। তাই চাহিদা মত বেলও পাওয়া যাচ্ছে না। জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে খুব সামান্য বেলের গাছ। সেই গাছগুলি থেকেই কিছু বেল মালদহ শহরে আসে। চাহিদা মতো বেলের যোগান না থাকায় দাম ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।শুধুমাত্র পাকা বেল নয়, চিকিৎসা করা বলছেন কাঁচা পেলেও অনেক উপকারিতা রয়েছে। তাই বাজারে প্রায় সারা বছর বিক্রি হয়ে থাকে। চিকিৎসকদের মতে কাঁচা বেল সাধারণত ডায়ারিয়া ও আমাশয় রোগের জন্য খুবই উপকারি। এছাড়াও পাকা বেলে রয়েছে ভিটামিন এ ,ভিটামিন সি ক্যালসিয়াম ফসফরাস পটাশিয়াম সহ বিভিন্ন পুষ্টিগুণ রয়েছে। তাই মানুষ অন্যান্য ফলের পাশাপাশি বেল খেতেও পছন্দ করেন। পুষ্টিগুণের সমৃদ্ধ পাকা বেলের শরবত শরীর ও পেটের পক্ষে খুব ভালো গরমের মরশুমে।
হরষিত সিংহ